আরও পড়ুন- স্নান করার সময় শরীরের কোন ‘অঙ্গে’ প্রথমে জল ঢালা উচিত? শীতে আপনার দারুণ কাজে লাগবে…!
ঘটনার পর বৃদ্ধার চেঁচামেচিতে তার প্রতিবেশী এক আত্মীয় প্রথম রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে দেখতে পেয়ে বৃদ্ধার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন ওই বৃদ্ধাকে মুঁচিশার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে অন্যত্র স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা।
advertisement
আরও পড়ুন- ইনিই বলেছিলেন ‘করোনা’ আসবে! ২০২৫ সাল নিয়ে কী ‘ভবিষ্যদ্বাণী’ ৩৮ বছরের যুবকের?
পরিবারের দাবি, প্রথম দিন নোদাখালী থানার পুলিশের পক্ষ থেকে কোনও ধর্ষণের মামলা রুজু করা হয়নি, কেবলমাত্র মারধর এবং চুরির ঘটনাই লেখা হয়। পরবর্তী সময়ে পরিবারের পক্ষ থেকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপারের অফিসে লিখিত অভিযোগ করলে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করে নোদাখালী থানার তদন্তকারী আধিকারিক। অভিযোগ, দিন হোক বা রাত এলাকায় চলে মদ্যপান। গতকাল আলিপুর কোর্টে ওই বৃদ্ধার গোপন জবানবন্দীর পাশাপাশি তাঁর শারীরিক পরীক্ষাও করানো হয় পুলিশের পক্ষ থেকে।
বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি বলেন, “বৃদ্ধাকে মারধর এবং চুরির ঘটনায় একজন গ্রেফতার হয়েছে শুনেছি, ধর্ষণ হয়েছে বলে আমার জানা নেই।”