TRENDING:

গঙ্গায় ভেসে উঠল যুবকের মৃতদেহ শোকের ছায়া আসন্ন বিয়ে বাড়িতে

Last Updated:

বিয়ের মাত্র কিছুদিন বাকি ৷ বাড়িতে চরম ব্যস্ততা, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা ৷ বিয়ে যাতে সুখকর ও মঙ্গলময় হয় ৷ জ্যোতিষে বিশ্বাসী সৌরভ বাকুলি জ্যোতিষীর সঙ্গে দেখা করে পাথর ধারণের জন্য় ৷ তারপর থেকেই নিরুদ্দেশ সৌরভ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিয়ের আর মাত্র কয়েকদিন ৷ বাড়িতে চরম ব্যস্ততা, চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও ৷ বিয়ে যাতে সুখকর ও মঙ্গলময় হয় ৷ জ্যোতিষে বিশ্বাসী সৌরভ বাকুলি জ্যোতিষীর সঙ্গে দেখা করে পাথর ধারণের জন্য় ৷ তারপর থেকেই নিরুদ্দেশ সৌরভ ৷ বুধবার রাতে গঙ্গা থেকে উদ্ধার হয় সৌরভের মৃতদেহ ৷
advertisement

আরও পড়ুন :  জোড়া কালবৈশাখীতে ক্ষতির পরিমাণ জানাল রাজ্য়, মৃতের সংখ্য়া ১৮ ছাড়াল

মৃত সৌরভের বাড়ি দমদম বিমানবন্দর সংলগ্ন এলাকায় ৷ বছর সাতাশের সৌরভ পেশায় মিষ্টি ব্যবসায়ী ৷ সোমবার দুপুরে জ্যোতিষী চিনারপার্কে ডাকেন সৌরভকে পাথর দেবেন বলে ৷ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আর খোঁজ মেলেনি সৌরভের ৷ সৌরভ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে প্রায় দু ঘণ্টা বাদে জ্যোতিষী বাড়িতে এসে সৌরভের খোঁজ করতেই সন্দেহ হয় পরিবারের লোকজনের ৷ সৌরভের পরিবার  বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করে ৷ এরপরেই বুধবার নর্থপোর্ট থানা এলাকার গঙ্গাঘাটে থেকে ভেসে ওঠে মৃতদেহ ৷

advertisement

আরও পড়ুন : হাওড়া রেল স্টেশন পেল গ্রীন স্টেশনের মান্যতা

সেরা ভিডিও

আরও দেখুন
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে প্রবল ঝড়বৃষ্টি! দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাণ্ডবের আশঙ্কা
আরও দেখুন

পুলিশ তদন্তে নেমেছে ৷ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতেই দফায় দফায় জেরা করে অভিযুক্ত জ্যোতিষীকে আটক করে নর্থপোর্ট থানার পুলিশ  ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
গঙ্গায় ভেসে উঠল যুবকের মৃতদেহ শোকের ছায়া আসন্ন বিয়ে বাড়িতে