TRENDING:

Suvendu Adhikari: ‘গভীর ষড়যন্ত্র’, ৭ দিনের প্রশিক্ষণে লুকিয়ে ৯ হাজার ট্রেনি পুলিশ নিয়োগ! শুভেন্দুর চিঠিতে ‘বিস্ফোরণ’

Last Updated:

আইনকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে ৯ হাজার ট্রেনি পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। নিয়মবিরুদ্ধভাবে নিয়োগের খবর পেয়েছেন বলে দাবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েত ভোটে কাজে লাগানোর জন্য নামমাত্র প্রশিক্ষণ দিয়ে চুপিসারে ৯ হাজার ট্রেনি পুলিশ কর্মী নিয়োগের চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মর্মে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাকে চিঠিও লিখলেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটে পুলিশের সঙ্গে আইনশৃঙ্খলায় এই সমস্ত ট্রেনি পুলিশকর্মীকেও মোতায়েন করা হবে বলে স্বরাষ্ট্রসচিবকে চিঠিতে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধে শুভেন্দুর এমন পরিকল্পনার অভিযোগ নিয়ে শুরু হয়েছে জোর শোরগোল।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
advertisement

আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনায় সাহায্যের প্রস্তাব, ১০ কোটি দিতে চান প্রতারক সুকেশ চন্দ্রশেখর

আইনকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে ৯ হাজার ট্রেনি পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। নিয়মবিরুদ্ধভাবে নিয়োগের খবর পেয়েছেন বলে দাবি করে তিনি চিঠি লিখে জানালেন যাতে মাত্র ৭ দিনে পুলিশের ট্রেনিং নিয়ে ওই সমস্ত নিয়োগ না করার বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেন। স্বরাষ্ট্র সচিবকে দু’পাতার চিঠিতে সেই আবেদনও জানিয়েছেন শুভেন্দু।

advertisement

শুভেন্দুর চিঠি

পঞ্চায়েত ভোটের কাজে রাজ্য পুলিশের ঘাটতি মেটাতে বেআইনিভাবে সপ্তাহখানেকের প্রশিক্ষণে কীভাবে আইনশৃঙ্খলা সামলাবেন ট্রেনি পুলিশকর্মীরা? কার্যত এই প্রশ্ন তুলেছেন তিনি। এর আগে সিভিক ভলান্টিয়ারদের পুলিশের পোশাক পরিয়ে ভোটের কাজে ব্যবহার-সহ শাসকদল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য নেতাদের বিরুদ্ধেও একের পর এক ইস্যুতে অভিযোগের বোমা ফাটিয়েছেন শুভেন্দু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এবার খোদ স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধেই বেআইনিভাবে পুলিশ কর্মী নিয়োগের বিস্ফোরক অভিযোগে সরব হলেন শুভেন্দু। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার অনেক আগে থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জেলায় জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ পঞ্চায়েতে দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে শাসক দল তথা সরকারকে কার্যত তুলোধনা করেছেন বিরোধী দলনেতা। নালিশ জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী থেকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে। এবার ট্যুইটের মাধ্যমে এ রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি দেওয়ার বিষয়টি জনসমক্ষে আনলেন শুভেন্দু অধিকারী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ‘গভীর ষড়যন্ত্র’, ৭ দিনের প্রশিক্ষণে লুকিয়ে ৯ হাজার ট্রেনি পুলিশ নিয়োগ! শুভেন্দুর চিঠিতে ‘বিস্ফোরণ’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল