শনিবার থেকে কলকাতায় শুরু হয়েছে দলের তিন দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক। সোমবার সেই বৈঠকের শেষ দিনে প্রকাশ্য সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সমাবেশে বক্তব্য পেশ করবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম। এই সমাবেশেই নয়টি মিছিল যোগ দেবে শহরের নয় দিক থেকে।
advertisement
আরও পড়ুনঃ মাঘের শুরুতেই মহা ধুমধামে শুরু দুর্গাপুজো, সুতির বংশবাটির রোমহর্ষক ইতিহাস
সিপিএমের প্রতিষ্ঠার সময় ন'জন পলিট ব্যুরোর সদস্য ‘নবরত্ন’র নামাঙ্কিত নয়টি ব্রিগেড মিছিল করে সমাবেশ আসবে। ভিক্টোরিয়া হাউস থেকে আসবে বিটি রণদিভে ব্রিগেড, কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় পৌরভবন থেকে ইএমএস নাম্বুদিরিপাদ ব্রিগেড, সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে একে গোপালন ব্রিগেড, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে জ্যোতি বসু ব্রিগেড, রামলীলা পার্ক থেকে পি রামমূর্তি ব্রিগেড, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে হরকিষণ সিং সুরজিৎ ব্রিগেড, গান্ধী মূর্তি থেকে মেয়ো রোড হয়ে পি সুন্দরাইয়া ব্রিগেড, নোনাপুকুর ট্রাম ডিপো থেকে এম বাসবপুন্নাইয়া ব্রিগেড এবং ডেন্টাল কলেজ থেকে প্রমোদ দাশগুপ্ত ব্রিগেড।
আরও পড়ুনঃ ফের বদলাচ্ছে আবহাওয়া, দিঘা যাওয়ার প্ল্যান থাকলে জানুন কী হতে পারে পরিস্থিতি
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন আরও মজবুত করতে চায় সিপিএম। তারই রণকৌশল ঠিক করতে কলকাতায় বৈঠকে বসেছে সিপিএমের কেন্দ্রীয় কমিটি। দলের তরফে জানানো হয়েছে, 'শনিবার সকালে কলকাতায় শুরু হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। তিনদিনের এই বৈঠক চলবে আজ পর্যন্ত। বৈঠকে যোগ দিতে শুক্রবারই কলকাতায় চলে আসেন পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটির অনেক সদস্য।
সিপিআইএমের কলকাতা জেলা কমিটির দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনের অডিটোরিয়ামে সোমবার বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরোর সদস্য প্রকাশ কারাত, মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, বৃন্দা কারাত, এমএ বেবি, নীলোৎপল বসু-সহ অন্যান্যরা। বৈঠকে সভাপতিত্ব করছেন পার্টির পলিট ব্যুরোর সদস্য এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
কেরলের মুখ্যমন্ত্রী ও পার্টির পলিট ব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন আসন্ন বাজেট অধিবেশনের কাজে ব্যস্ত থাকায় এবারের কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে পারেননি। কেন্দ্রীয় কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য বিমান বসু, হান্নান মোল্লা ও এস রামচন্দ্রন পিল্লাই বৈঠকে উপস্থিত রয়েছেন।
কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরে আজ ধর্মতলায় সিপিআইএমের কলকাতা জেলা কমিটির আহ্বানে বিশাল জনসভা। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বামপন্থী বিকল্পকে শক্তিশালী করার আহ্বান জানানো হবে সমাবেশ থেকে। পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম ভাষণ দেবেন সমাবেশে। সভাপতিত্ব করবেন পার্টির কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার।