সাইক্লোন আমফানের জেরে খোদ কলকাতার বুকে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ খাস কলকাতায় রিজেন্ট পার্ক এলাকায় সাইক্লোনের সময় গাছ উপড়ে মা -ছেলের মৃত্যু হয়েছে ৷ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় মৃত ৭, উত্তর ২৪ পরগনায় আমফানে ১৭ জনের মৃত্যু, হাওড়ায় মৃত্যু ৩ জনের, হুগলিতে মৃত্যু ৪ জনের, পূর্ব মেদিনীপুরে আমফানের বলি ৬ ৷ পশ্চিম মেদিনীপুর থেকেও ২ জনের মৃত্যুর খবর এসেছে ৷ পূর্ব বর্ধমানে আমফানের বলি ১, নদিয়ায় আমফানের জেরে ৪ জনের মৃত্যু, সুন্দরবনে ৪ জনের মৃত্যু, ডায়মন্ড হারবার থেকে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে,পূর্ব মেদিনীপুর ৬, রানাঘাট থেকে ৬ ও বারুইপুর থেকে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে ৷
advertisement
গ্রাম থেকে শহর, আমফানের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহর কলকাতা৷ দিন আলো ফুটতেই ক্ষয়ক্ষতির ভয়াবহ রূপ হাজির চোখের সামনে৷ আয়লা, বুলবুল, ফণী....ক্ষতি হয়েছে অনেক। কিন্তু আমফান ছাপিয়ে গেছে সেসবকে। বিধ্বংসী আমফানের সঙ্গে তুলনা টানা যায় শুধু বহু পুরনো দুই ঘূর্ণিঝড়ের। মৃত্যু সংখ্যায় নয়, ঝড়ের দক্ষযজ্ঞে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে কত ক্ষয়ক্ষতি আধিকারিকদের তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন ৷