TRENDING:

West Bengal Election 2021 Phase 1: ভোট দানের হারে এগিয়ে পশ্চিম মেদিনীপুর, ১১টা পর্যন্ত ভোটের হার কত? জানুন...

Last Updated:

সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের হিসেবে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৪.৬১ শতাংশ। অন্যদিকে, অসমে সকাল ন'টা পর্যন্ত ভোটদানের হার ৮.৮৪ শতাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতাঃ শনিবার থেকেই শুরু হয়ে গেল নবান্ন দখলের লড়াই (West Bengal Election 2021)। আর রাজ্যের ৩০ আসনে প্রথম দফার (Phase 1) ভোটগ্রহণ শুরু হতেই দিকে-দিকে অশান্তি শুরু হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে অসমেও।
advertisement

সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের হিসেবে সকাল ন'টা পর্যন্ত ভোট পড়েছে ৭.৭২ শতাংশ। অন্যদিকে, অসমে সকাল ন'টা পর্যন্ত ভোটদানের হার ৮.৮৪ শতাংশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, ভোটের লাইনে মহিলাদের ভিড় অনেক বেশি।

আরও দু'ঘণ্টা পেরিয়ে গিয়েছে ভোটগ্রহণ পর্বের। নির্বাচন কমিশনের হিসেবে সকাল ন'টা পর্যন্ত ভোট পড়েছে ২৪.৬১ শতাংশ। ভোটের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভায়। সেখানে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪২.৫৫ শতাংশ। গোটা পশ্চিম মেদিনীপুরেরই ভোটদানের হার সর্বাধিক, ৩৫.৯০ শতাংশ।

advertisement

একুশের বিধানসভা ভোটের আজ প্রথম দফা। প্রথম দফায় দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের ৩০ কেন্দ্রে ভোটগ্রহণ। মোট ১০ হাজার ২৮৮ বুথে ভোটগ্রহণ হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এ বার নির্বিঘ্নে ভোট করা কমিশনের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে মাথায় রেখে প্রথম দফার ভোটে ৬৭ হাজার ১০০ আধাসেনা মোতায়েন করেছে কমিশন। থাকছে কুইক রেসপন্স টিম। প্রতি বুথে ৪ জন করে আধাসেনা ও ১ জন রাজ্য পুলিশ থাকছে। পশ্চিম মেদিনীপুরে থাকছে ১৩ হাজার ৯০০ আধাসেনা। পূর্ব মেদিনীপুরে ১৬ হাজার ৯০০ আধাসেনা। বাঁকুড়ায় ৯ হাজার ২০০ এবং পুরুলিয়ায় ১৮ হাজার ৬০০ আধাসেনা থাকছে। এছাড়া ঝাড়গ্রামের চার আসনে থাকছে ১৪ হাজার ৪০০ আধাসেনা। করোনা পরিস্থিতিতে বুথেও থাকছে বিশেষ ব্যবস্থা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Election 2021 Phase 1: ভোট দানের হারে এগিয়ে পশ্চিম মেদিনীপুর, ১১টা পর্যন্ত ভোটের হার কত? জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল