TRENDING:

পটলের মধ্যে বিদেশি মুদ্রা ! কলকাতায় ধৃত ২ পাচারকারী

Last Updated:

পটলের মধ্যে ভরে যে পরিমাণ ইউরো তারা পাচার করছিল ভারতীয় অঙ্কে তার মূল্য ৪৬ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিনব উপায়ে বিদেশি মূদ্রা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই পাচারকারী । কলকাতা বিমানবন্দরে উদ্ধার হল ৫৫ হাজার ইউরো ৫ হাজার মার্কিন ডলার ।
advertisement

পাচারকারীদের গন্তব্য ছিল ব্যাঙ্কক। সোমবার গভীর রাতে বিমানবন্দরের প্রথম সুরক্ষা বলয় দিব্যি পেরিয়ে যায় দুই পাচারকারী। কিন্তু স্ক্যানারের সামনে যেতেই বাধে গোল। দুই সন্দেহভাজনের ব্যাগ স্ক্যানারে জমা পড়তেই সন্দেহ দানা বাধে শুল্ক দফতরের আধিকারিকদের। স্ক্যানারে মেশিনে ব্যাগের যখন এক্সরে হচ্ছিল তখন ব্লিংক হতে শুরু করে। তখনই দুই ব্যক্তিকে জিজ্ঞাসবাদ করেন শুল্ক দফতরের এআইআর ইন্টেলিজেন্স ব্রাঞ্চের আধিকারিকরা।

advertisement

আরও পড়ুন: বিকেল ৫টার মধ্যে শুরু হবে ঝড়-বৃষ্টি, জারি হল সতর্কতা

ব্যাগ খুলতেই তাদের চক্ষু চড়কগাছ। দেখা যায় ব্যাগের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণো পটল। এত পটল নিয়ে কেন বিদেশযাত্রা? দ্রুত তদন্তকারীদের বিভ্রান্তি কেটে যায়। পটল চিরতেই দেখা যায় দানা নয় গিজগিজ করছে বিদেশি মুদ্রা। সেলোটেপের প্রলেপ দিয়ে পটলগুলির মধ্যে বিদেশি মুদ্রা রাখা হয়। সব মিলিয়ে উদ্ধার হয় ৫৫ হাজার ইউরো এবং ৫ হাজার মার্কিন ডলার।

advertisement

তদন্তের স্বার্থে শুল্ক দফতরের আধিকারিকরা ধৃতদের নাম, পরিচয় জানায়নি। তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের বুধবার বারাসত জেলা আদালতে তোলা হবে। এর আগে কলকাতা বিমানবন্দরে জুতোর শোল বা পায়ুদ্বারে সোনা পাচারের ঘটনা ঘটেছে। তবে পটলের মধ্যে দিয়ে বিদেশি মুদ্রা পাচারের ছক বেনজির।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পটলের মধ্যে ভরে যে পরিমাণ ইউরো তারা পাচার করছিল ভারতীয় অঙ্কে তার মূল্য ৪৬ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা । দুজনকেই গ্রেফতার করেছে শুল্ক দফতর ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পটলের মধ্যে বিদেশি মুদ্রা ! কলকাতায় ধৃত ২ পাচারকারী