TRENDING:

সুখবর! পাঁচ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সুখবর! রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সিদ্ধান্ত নিল, পাঁচ হাজার শূন্যপদে স্টাফ নার্স নিয়োগ করা হবে। তবে, এবারের শূন্যপদে অসংরক্ষিতদের ঠাই নেই। সুযোগ পাবে শুধুমাত্র সংরক্ষিত শ্রেণিভুক্তরা।
advertisement

হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে, এর আগে রাজ্যে বেশ কয়েক হাজার স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য বরাদ্দ পদগুলি পূরণ করা সম্ভব হয়নি। এই কারণেই, যাঁরা আগে রেজিস্ট্রেশন পেয়েছেন, তাঁদের পাশাপাশি যাঁরা এই বছরের অগাস্ট মাসের মধ্যে নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, সেই সমস্ত সংরক্ষিত প্রার্থীদেরও সুযোগ দেওয়া হচ্ছে।

advertisement

কয়েকবার প্রয়াসের পরেও যদি এই পদগুলো খালি থেকে যায়, তাহলে তা অসংরক্ষিত প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে।

এক নজরে শূন্যপদের বিভাজন:‌

তফসিলি জাতি– ২২০০

তফসিলি উপজাতি– ৬১৯

ওবিসি ‘‌এ’‌– ১৩১৮

ওবিসি ‘‌বি’‌– ৩৮৩

প্রতিবন্ধী– ৪৫৬

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের বাজারে 'সস্তার' ফুলকপি...! এবছর কিন্তু বদলে যেতে পারে ছবিটা
আরও দেখুন

স্বীকৃত নার্সিং কাউন্সিল থেকে বিএসসি নার্সিং কিংবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (‌জিএনএম)‌ কোর্সে উত্তীর্ণ প্রার্থীরা কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীবাছাইয়ে কোনও পরীক্ষার বন্দোবস্ত থাকছে না। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে। কাজের অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত নম্বর মিলবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সুখবর! পাঁচ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড