হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে, এর আগে রাজ্যে বেশ কয়েক হাজার স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য বরাদ্দ পদগুলি পূরণ করা সম্ভব হয়নি। এই কারণেই, যাঁরা আগে রেজিস্ট্রেশন পেয়েছেন, তাঁদের পাশাপাশি যাঁরা এই বছরের অগাস্ট মাসের মধ্যে নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, সেই সমস্ত সংরক্ষিত প্রার্থীদেরও সুযোগ দেওয়া হচ্ছে।
advertisement
কয়েকবার প্রয়াসের পরেও যদি এই পদগুলো খালি থেকে যায়, তাহলে তা অসংরক্ষিত প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে।
এক নজরে শূন্যপদের বিভাজন:
তফসিলি জাতি– ২২০০
তফসিলি উপজাতি– ৬১৯
ওবিসি ‘এ’– ১৩১৮
ওবিসি ‘বি’– ৩৮৩
প্রতিবন্ধী– ৪৫৬
স্বীকৃত নার্সিং কাউন্সিল থেকে বিএসসি নার্সিং কিংবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জিএনএম) কোর্সে উত্তীর্ণ প্রার্থীরা কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীবাছাইয়ে কোনও পরীক্ষার বন্দোবস্ত থাকছে না। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে। কাজের অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত নম্বর মিলবে।