সূত্রের খবর, কিছুদিন আগেই ট্যাবের টাকা নয়ছয়ের বিষয়টি সামনে আসে। এরপরেই নড়েচড়ে বসে রাজ্য শিক্ষা দফতর। এই বিষয়ে কলকাতার জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে রিপোর্ট চাওয়া হলে এই অভিযোগ সামনে আসে। ট্যাবের টাকা ‘গায়েব’ হয়েছিল বলে প্রথমে অভিযোগ উঠেছিল। এরপরেই তথ্য যাচাইয়ের ব্যবস্থা করা হয়। সূত্রের খবর, শহরের প্রায় পাঁচশোর কাছাকাছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই অ্যাকাউন্টগুলিতে কোনও টাকা আসে নি বলে অভিযোগ।
advertisement
তথ্য যাচাই করতে দেখা গিয়েছে, কোনও কোনও ব্যাঙ্কের অ্যাকাউন্টে নম্বরে ভুল রয়েছে আবার কোথাও আইএফএসসিতে ভুল রয়েছে। কোথাও কোথাও আবার কেওয়াইসিতেও রয়েছে সমস্যা। অনেকক্ষেত্রে আবার দেখা গিয়েছে যে, সবকিছু ঠিক থাকলেও টাকা প্রবেশ করেনি অ্যাকাউন্টে।
রাজ্য সরকারের পক্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য পড়াশোনার জন্য ট্যাব কেনার ক্ষেত্রে ১০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু, অর্থ ঠিক মতো এসে পৌঁছায়নি বলে অভিযোগ ওঠে।
প্রথমে পূর্ব বর্ধমানে অভিযোগ উঠলেও ধীরে ধীরে তাঁর বিস্তার হয় কলকাতাতেও। এরপরেই তদন্তে নামে শিক্ষা দফতর। তথ্য যাচাই করতেই সামনে আসে এই ঘটনা।