হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় গত ১৩ নভেম্বর আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় নিরঞ্জন রাহাকে। এরই মাঝে ১৬ তারিখ ব্রুসেলা রিপোর্ট পজিটিভ আসে তাঁর। গত ২৪ নভেম্বর বিকেল ৪:৪৭ নাগাদ ওই বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: ঘরে যেখানে খুশি ডাস্টবিন রাখছেন? বিপদ ঘনিয়ে আসবে জীবনে, হেলাফেলা নয়, আজই জানুন কোনদিকে রাখবেন
advertisement
জানা গিয়েছে, নিরঞ্জন রাহার বাড়িতে গবাদি পশু ছিল। একইসঙ্গে তিনি চাষাবাদও করতেন। প্রাথমিক অনুমান, গবাদি পশুর শরীর থেকে তাঁর শরীরে এই ব্যাকটেরিয়ার প্রবেশ ঘটে।
চলতি বছর গত ৫ সেপ্টেম্বর, হুগলির পোলবার চৈতালী দেশি এই একই রোগে ভুগে বাঙুর হাসপাতালে মারা গিয়েছিলেন। এই মহিলা প্রাণীমিত্র ছিলেন।
কীভাবে ছড়ায় ব্রুসেলোসিস?
ব্রুসেলা জেনাসের অন্তর্ভুক্ত একদল ব্যাক্টিরিয়াই ব্রুসেলোসিসের কারণ। শুধু মানুষ নয়, সংক্রমিত করে পশুদেরও। আক্রান্ত পশুর ফ্লুইড থেকে সরাসরি মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে এই ভয়ঙ্কর ব্যাকটিরিয়া। কাঁচা অথবা আনপাস্তুরাইজড ডেয়ারি প্রডাক্ট থেকেও ছড়িয়ে পড়ে ব্রুসেলোসিস। আরও নানাভাবে সংক্রামিত হতে পারে মানুষ।
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F