সরকারি বাস চালু হলেও এতদিন পথে নামেনি বেসরকারি বাস । চতুর্থ দফায় এসে কিছুটা ছাড় মিলেছিল সরকারের তরফে । তখনই গ্রিন জোনে বাস চালানোর অনুমতি দেয় রাজ্য । কিন্তু রাজ্যের শর্ত ছিল ২০ জনের বেশি যাত্রী বাসে তোলা যাবে না । সরকারের সেই শর্তে রাজি হননি বেসরকারি বাস মালিকরা । তাঁদের দাবি ছিল, লকডাউনের বিপুল লোকসানের পর আবার ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো প্রায় অসম্ভব । তাই সরকারি বাস রাস্তায় নামলেও বেসরকারি বাসের দেখা মেলেনি এতদিন । শেষ পর্যন্ত বেসরকারি বাসে যত আসন, তত যাত্রী নেওয়া যাবে, এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু তারপরেও শেষরক্ষা হয়নি ।
advertisement
সোমবার থেকে কলকাতার রাস্তায় বেসরকারি বাস নামবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল রবিবার। বিভিন্ন বাস মালিকদের বৈঠকে কোনও সমাধান মেলেনি । ভাড়া না বাড়ালে বাস নিয়ে রাস্তায় নামতে নারাজ বেসরকারি বাস সংগঠনগুলি । ফলে মুখ্যমন্ত্রীর উপরেই সিদ্ধান্ত ছাড়া হয়েছে । তবে তারপরেও আজ কলকাতা থেকে দূরপাল্লার বেসরকারি বাসগুলির যাত্রা শুরু হওয়ায় অনেকটাই সুবিধা মিলেছে নাগরিকদের ।