আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের অভিযোগে উত্তাল গোটা দেশ। টানা আন্দোলন করছেন রাজ্যের চিকিৎসকরাও। এই আবহেই একসঙ্গে ৪৩ জন চিকিসকের বদলি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন চিকিৎসকদেক একাংশ। চিকিৎসক স্বাতী ভট্টাচার্য, প্রণীতা তরফদার, অনিরুদ্ধ সেনগুপ্তের মতো বেশ কিছু চিকিৎসক আন্দোলনকারী চিকিৎসকদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করায় তাদের ক্ষেত্রে প্রতিহিংসার বশবর্তী হয়েই বদলি করা হয়েছে বলে একাংশের অভিযোগ।
advertisement
বদলি হওয়া চিকিৎসকদের মধ্যে, কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের ১১ জন চিকিৎসককে উত্তরবঙ্গ-সহ অন্যত্র বদলি করা হয়েছে। মোট ৪৩ জন চিকিৎসককে বদলির নির্দেশিকা রাজ্যের বিভিন্ন জায়গায়। চিকিৎসকদের বদলি নিয়ে বিস্ফোরক ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাকশান কমিটির পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান চিকিৎসক সৌরভ দত্ত।
আরও পড়ুন: ভারতের ১ টাকা মানে এই দেশের ৫০০, ইতিহাস সমৃদ্ধ এই দেশে ঘুরতে গেলে বিপুল লাভ
চিকিৎসক সৌরভ দত্ত বলেন, “এটা হতে পারে রুটিন বদলি, আবার হতে পারে এটা সত্যিই প্রতিহিংসার কারণে। বিগত কয়েক বছর ধরে কিছু মানুষের স্বার্থসিদ্ধির জন্য এই ঘটনা ঘটেছে, তাই প্রশ্ন উঠছে। বারবার যখন ডাক্তারদের মনে সন্দেহের অবকাশ হচ্ছে সেটা স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরে বিশ্লেষণ করা উচিত”।