TRENDING:

Durga Puja 360°: দৃষ্টিহীনদের কথা মাথায় রেখে থিম সমাজ সেবী সংঘের, এক ক্লিকে দেখুন পুরো মণ্ডপ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিশেল ম্যাকনেলির কথা মনে আছে। ছোট মেয়েটার কী ভাবে বড় হয়েছিল ? কী ভাবে লড়াই করেছিল ? স্পর্শ, শব্দ আর গন্ধই ছিল তাঁর সংগ্রামের হাতিয়ার। সেই মেয়েটার গল্পই ফুটে উঠেছিল রঙিন পর্দায়। বলিউডে ইতিহাস তৈরি করেছিল ব্ল্যাক। তিয়াত্তর বছরে দৃষ্টিহীনদের কথাই বলছে সমাজ সেবী সংঘ। তাদের থিম স্পর্শ।
advertisement

কী ভাবে একজন দৃষ্টিহীন তাঁর দিন গুজরান করেন। কী ভাবে ঘণ্টার পর ঘণ্টা, মাসের পর মাস। বছরের পর বছর অতিক্রান্ত হয় তাঁর। আমরা কেউ হয়তো খবর রাখিনা। হয়তো জানতেও চাইনা। তিয়াত্তরতম বর্ষে সমাজ সেবী ক্লাব সেই খবরই নিজেদের ভাবনায় প্রকাশ করছে। গোটা মণ্ডপ তৈরি হয়েছে সুতো, পেরেক আর বাঁশ দিয়ে। যা স্পর্শের চিহ্ন। কোনও দৃষ্টিহীন এই মণ্ডপে এলে স্পর্শে তিনি অনুভব করতে পারবেন পুজোর আবহকে। শব্দের জন্য মণ্ডপের ভিতরে থাকবে ঢাকের বাদ্যি আর ঘণ্টার শব্দ। সঙ্গে থাকবে কল্পনা আর গন্ধের এক অদ্ভূত মিশেল। এছাড়াও স্ক্রু দিয়ে তৈরি করা হচ্ছে দুর্গার মূর্তি। যা ছুঁয়ে মাকে অনুভব করা যাবে।

advertisement

ঘরে বসেই ৩৬০ ডিগ্রি শ্যুটে দেখে ফেলুন সমাজ সেবী সংঘের পুজো মণ্ডপ ৷

দেখুন 360 ডিগ্রি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 360°: দৃষ্টিহীনদের কথা মাথায় রেখে থিম সমাজ সেবী সংঘের, এক ক্লিকে দেখুন পুরো মণ্ডপ