রাজ্যের ২৩টি জেলায় প্রাথমিক স্কুল, উচ্চ প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুলে দীর্ঘ পাঁচ বছর ধরে নেই পড়ুয়া। প্রায় ৩৫০ টি স্কুল পড়ুয়াবিহীনভাবেই ঘুরছে। এর মধ্যে শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলারই এমন ৬০টি সরকারি স্কুল রয়েছে যেখানে কোনও পড়ুয়া নেই। ২০২০ সালের পর থেকে এই স্কুলগুলিতে একজন পড়ুয়াও ভর্তি হননি। সেই স্কুলগুলির বিল্ডিং অন্য কি কাজে ব্যবহার করা যেতে পারে? জেলাগুলির থেকে সেই প্রস্তাব চেয়ে পাঠানো হয়েছে।
advertisement
দীর্ঘদিন ধরেই স্কুলগুলিতে পড়ুয়া না ভর্তি হওয়ার জেরে বিল্ডিংগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই বিল্ডিং গুলি কি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা অন্য কাজে ব্যবহার করা যেতে পারে? জেলাগুলির থেকে তার রিপোর্ট চাওয়া হয়েছে। এই তালিকায় প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক- তিন ধরনের স্কুলই রয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 1:21 PM IST