প্রথম ঘটনায় সোমবার বাইপাসে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার। আনন্দপুর মৎস্য কন্যা ভবনের সামনের গাছে গলায় গামছা দিয়ে এক ভবঘুরে আত্মঘাতী। তদন্তে আনন্দপুর থানা।
দ্বিতীয় ঘটনাটি আনন্দপুর থানা এলাকায় নোনাডাঙ্গা সেকেন্ড লেনে বাড়ির ভিতর থেকে এক মধ্যবয়সী মহিলার দেহ উদ্ধার। দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
advertisement
তৃতীয় সোমবার দুপুরে আনন্দপুর এলাকার একটি পানশালা (বাইপাস লাগোয়া) থেকে এক যুবতী বার ড্যান্সার এর দেহ উদ্ধার। প্রাথমিক অনুমান অতিরিক্ত মাদক ও মদ্যপানের জেরে মৃত্যু। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আনন্দপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
পঞ্জাবের বাসিন্দা ২৭ বছর বয়সী শ্রেয়া বর্মার রহস্য মৃত্যু
জানা গেছে রবিবার রাতে তিনি তার বন্ধু মোঃ চাঁদের সঙ্গে আনন্দপুরের HCN গেস্ট হাউসে রাত কাটান, যেখানে অতিরিক্ত মদ্যপান করেন দুজনেই। পরদিন সকালে শরীর খারাপ লাগায় মোঃ চাঁদ তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র কর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।