TRENDING:

হাসপাতালের অক্সিজেন পাইপলাইনের বহুমূল্য তামার তার চুরি, হাতেনাতে গ্রেফতার ৩ ঠিকা শ্রমিক

Last Updated:

করোনা রোগীদের নিয়ে ব্যস্ত থাকার কারণে হাসপাতালের বহু জায়গায় অনেক মূল্যবান সামগ্রী চুরি হচ্ছে বলে অভিযোগ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রায় দেড় মাস হল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা হাসপাতাল হিসেবে চিহ্নিত হয়েছে । করোনা রোগীদের নিয়ে ব্যস্ত থাকার কারণে হাসপাতালের বহু জায়গায় অনেক মূল্যবান সামগ্রী চুরি হচ্ছে বলে অভিযোগ ।
advertisement

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল , করোনা হাসপাতাল রূপে চিহ্নিত হওয়ার পর নবগঠিত সুপার স্পেশালিটি ব্লক এবং গ্রিন বিল্ডিং-এ মূলত করোনা আক্রান্ত এবং করোনা আক্রান্ত সন্দেহে রোগীদের ভর্তি করা হয় । মেডিক্যাল কলেজ হাসপাতালে অন্যান্য প্রায় সমস্ত বিল্ডিং খালি পড়ে রয়েছে । শনিবার শতাব্দী প্রাচীন এমসিএইচ বিল্ডিংয়ের পেছনে দোতলার গ্রিল ও লোহার তার জাল কেটে চোরেরা প্রবেশ করে বলে অভিযোগ । দোতলা এবং তিনতলার মেল ও ফিমেল মেডিসিন বিভাগ ও কমিউনিটি মেডিসিন বিভাগে অক্সিজেন সরবরাহ করা হয় যে পাইপের মাধ্যমে , সেই পাইপের ভেতরের তামার তার কাটে চোরেরা । প্রায় ৮৫০ ফুট তামার তার কেটে ফেলে চোরেরা ।

advertisement

এরপর বিকালে ওই তার নিয়ে বের হওয়ার সময় অক্সিজেন দেখভাল করা কর্মীরা হাতেনাতে তিনজনকে পাকড়াও করে। যে পরিমাণ তামার তার চুরি করেছিল চোরের  দল , তার বর্তমান বাজার মূল্য প্রায় দু-লক্ষ টাকা । বউ বাজার থানার পুলিশ ৩ জনকে গ্রেফতার করে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ,  প্রথমে মনে করা হয়েছিল মাদক সেবনকারীরা এই কাজের সঙ্গে যুক্ত । কিন্তু পরে জানা যায় , হাসপাতালের বিভিন্ন ইমারতি কাজে নিযুক্ত ঠিকা শ্রমিকদের কয়েকজন এই সমস্ত চুরির কাজে লিপ্ত ।

advertisement

ধৃতদের মধ্যে মহম্মদ নাসির , মহম্মদ রসুল , দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং জীবনতলার বাসিন্দা এবং শেখ রবিউল কলেজ স্ট্রিট কলাবাগান বস্তির বাসিন্দা । কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে হাসপাতালের সুপার ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস জানান, "করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে হাসপাতালের বিভিন্ন জায়গায় মূল্যবান সামগ্রী চুরি হচ্ছে । ব্যস্ত থাকায় হাসপাতালের বিভিন্ন জায়গায় নজরদারির ফাঁক থাকছে , সেই সুযোগেই বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে । আমরা পুলিশকে জানিয়েছি আরও কড়া নজরদারি করার জন্য । হাসপাতালে তরফ থেকেও নজরদারি আরও বাড়ানো হবে । যেভাবে চুরি হচ্ছে তাতে হাসপাতালে অনেক ক্ষতি হচ্ছে ।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ABHIJIT CHANDA

বাংলা খবর/ খবর/কলকাতা/
হাসপাতালের অক্সিজেন পাইপলাইনের বহুমূল্য তামার তার চুরি, হাতেনাতে গ্রেফতার ৩ ঠিকা শ্রমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল