শনিবার ভোটের ঘণ্টা বাজতেই প্রথম যুদ্ধে নামবে রাজ্যের পাঁচটা জেলা। এর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া। দেখে নেওয়া যাক কোন কোন বিধানসভা কেন্দ্রে এই দিন নির্বাচন অনুষ্ঠিত হবে-
পূর্ব মেদিনীপুর- কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, পটাশপুর, ভগবানপুর, খেঁজুরি (সং), রামনগর, এগরা।
advertisement
ঝাড়গ্রাম- বিনপুর (সং), নয়াগ্রাম (সং) গোপিবল্লভপুর, ঝাড়গ্রাম
বাঁকুড়া- রাইপুর(সং), রানিবাঁধ (সং), ছাতনা, শালতোড়া
পশ্চিম মেদিনীপুর- দাঁতন, কেশিয়ারি (সং), খড়্গুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর।
পুরুলিয়া- বাঘমুণ্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার(সং), কাশিপুর, পাড়া (সং), রঘুনাথপুর।
প্রথম দফার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্যে ইতিমধ্যেই ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। এই দফায় ভোট হবে মোট ১০২৮৮ টি বুথে। প্রতিটি বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী ঠিকমতো ব্যবহার হয় তা নিশ্চিত করতে তিনজন বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করবে ১১ হাজারের বেশি রাজ্য পুলিশ। বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন, যে সব কেন্দ্রে তিন চারটি বুথ সেখানে ৮ কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। পাঁচ থেকে আটটি বুথের কেন্দ্রে ১২ জনের বাহিনী থাকবে। আর ১৫টি বুথের ভোট কেন্দ্রে দায়িত্ব নেবেন ১৬ জনের বাহিনী।