TRENDING:

আগামিকাল উদ্বোধন, ১১-১৭ নভেম্বর ছবির উৎসবে মাততে চলেছে কলকাতা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে চব্বিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, ওয়াহিদা রহমান, মহেশ ভাট, মাজিদ মাজিদির মত বিশিষ্টরা। শনিবার শিশির মঞ্চে প্রকাশ পেল এবারের চলচ্চিত্র উৎসবের লোগো এবং থিম সং।
advertisement

পুজো শেষ। দিওয়ালি পেরোলেই বছরের সেই সময়। চলচ্চিত্রের উদযাপনে শহরের সেজে ওঠার সময়। শুরু হয়ে গেল এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি। শনিবার শিশির মঞ্চে প্রকাশিত হল উৎসবের লোগো। একই সঙ্গে প্রকাশ পেল নিকিতা গান্ধির গাওয়া এবছরের ফেস্টিভ্যালের থিম সং।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস।

advertisement

১১-১৭ নভেম্বর চলবে উৎসব

১০ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান

থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, ওয়াহিদা রহমান, মহেশ ভাট, সঞ্জয় দত্ত, মাজিদ মাজিদি, নন্দিতা দাস থাকবেন অনুষ্ঠানে

উদ্বোধনী ছবি অ্যান্টনি ফিরিঙ্গি ৷

এবছর দেখানো হবে ৩৩২টি ছবি

১৪টি বাংলা ছবি দেখানো হবে উৎসবে

নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নবীনা, নিউ এম্পায়ার, কার্নিভাল, পিভিআর সহ ১৬টি স্ক্রিনে ছবি দেখানো হবে

advertisement

(বাংলা ছবির ১০০ বছর পূর্তি উপলক্ষে) প্রকাশিত হবে বাংলা ছবির ডিরেক্টরি (১৯১৭-২০১৭)

২০১৭ সালে শতবর্ষ পূর্ণ করেছে বাংলা চলচ্চিতর। সেটাই এবছরের ফেস্টিভ্যালের ফোকাল পয়েন্ট। এই প্রথম বাংলা ছবির সংরক্ষণ এবং পুনরুদ্ধার নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে উৎসবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এবছরের সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন পরিচালক নন্দিতা দাস। সুপ্রিয়া দেবীর উদ্দেশ্যে থাকছে বিশেষ শ্রদ্ধার্ঘ্য। মঞ্চস্থ হবে কৃষ্টি পটুয়ার নাটক হীরালালের বায়োস্কোপ-ও। শনিবারের সাংবাদিক বৈঠক ও লোগো প্রকাশ অনুষ্ঠান থেকেই কার্যত কাউন্টডাউন শুরু হয়ে গেল চলচ্চিত্র উৎসবের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
আগামিকাল উদ্বোধন, ১১-১৭ নভেম্বর ছবির উৎসবে মাততে চলেছে কলকাতা