TRENDING:

21st July Shahid Diwas: এবার ২১ জুলাই আলাদা আরও একটি শহিদ বেদী! 'কার' জন্য? বড় প্রস্তুতিতে তৃণমূল শিবির

Last Updated:

21st July Shahid Diwas: পঞ্চায়েত ভোটের নিরঙ্কুশ জয়ের পড়ে একুশের জুলাইয়ের অনুষ্ঠানে জেলা থেকে কলকাতা, গ্রাম থেকে শহর তৃণমূলের কর্মী সমর্থক অনুগামীদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতোই। এরইমধ্যে ধর্মতলায় সেজে উঠেছে একুশের মঞ্চ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজ একুশে জুলাই। বাংলা জুড়ে শহিদ দিবসের প্রস্তুতিতে পোস্টের ব্যানারে ছয়লাপ। পঞ্চায়েত ভোটের নিরঙ্কুশ জয়ের পড়ে একুশের জুলাইয়ের অনুষ্ঠানে জেলা থেকে কলকাতা, গ্রাম থেকে শহর তৃণমূলের কর্মী সমর্থক অনুগামীদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতোই। এরইমধ্যে ধর্মতলায় সেজে উঠেছে একুশের মঞ্চ। যে মঞ্চে আজ প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের শহিদ দিবসের প্রস্তুতি
তৃণমূলের শহিদ দিবসের প্রস্তুতি
advertisement

তবে এই বছর শহিদ মঞ্চের প্রস্তুতিতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। নেত্রীর নির্দেশ মতোই পঞ্চায়েতে যে ২২ জন তৃণমূল কংগ্রেস কর্মী মারা গিয়েছেন তাঁদের জন্য আলাদা বেদী প্রস্তুত হচ্ছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, সেখানে পঞ্চায়েত নির্বাচনী হিংসায় নিহত দলীয় কর্মীদের শ্রদ্ধা জানাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন : ‘আমার হৃদয় কাঁদছে…, মণিপুর কাণ্ডে ‘ভাইরাল ভিডিও’ দেখে গর্জে উঠলেন মমতা! ‘এ কোন দেশ?’

advertisement

বাম আমলে একাধিক মৃত্যুর ঘটনায় সেই সব ব্যক্তির নাম শহিদ বেদীতে থাকে৷ এবার রাজ্যে সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটে যে সব তৃণমূল কংগ্রেস কর্মী নিহত হয়েছেন তাঁদের নিয়েও তৈরি হয়েছে আলাদা শহিদ বেদী৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

রাজনৈতিক মহলের মতে, আসলে বিজেপিকে প্রতিদিন নানা ইস্যুতে বিঁধতে চায় বাংলার শাসক দল। আর তাই শহিদ দিবসের অনুষ্ঠানের নাম যা শ্রদ্ধাঞ্জলি দিবস করা হয়েছে। সেখানেও এই শহিদ বেদী করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
21st July Shahid Diwas: এবার ২১ জুলাই আলাদা আরও একটি শহিদ বেদী! 'কার' জন্য? বড় প্রস্তুতিতে তৃণমূল শিবির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল