তবে এই বছর শহিদ মঞ্চের প্রস্তুতিতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। নেত্রীর নির্দেশ মতোই পঞ্চায়েতে যে ২২ জন তৃণমূল কংগ্রেস কর্মী মারা গিয়েছেন তাঁদের জন্য আলাদা বেদী প্রস্তুত হচ্ছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, সেখানে পঞ্চায়েত নির্বাচনী হিংসায় নিহত দলীয় কর্মীদের শ্রদ্ধা জানাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
আরও পড়ুন : ‘আমার হৃদয় কাঁদছে…, মণিপুর কাণ্ডে ‘ভাইরাল ভিডিও’ দেখে গর্জে উঠলেন মমতা! ‘এ কোন দেশ?’
advertisement
বাম আমলে একাধিক মৃত্যুর ঘটনায় সেই সব ব্যক্তির নাম শহিদ বেদীতে থাকে৷ এবার রাজ্যে সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটে যে সব তৃণমূল কংগ্রেস কর্মী নিহত হয়েছেন তাঁদের নিয়েও তৈরি হয়েছে আলাদা শহিদ বেদী৷
রাজনৈতিক মহলের মতে, আসলে বিজেপিকে প্রতিদিন নানা ইস্যুতে বিঁধতে চায় বাংলার শাসক দল। আর তাই শহিদ দিবসের অনুষ্ঠানের নাম যা শ্রদ্ধাঞ্জলি দিবস করা হয়েছে। সেখানেও এই শহিদ বেদী করা হয়েছে।