TRENDING:

21st July Kolkata Traffic: ২১ জুলাই সমাবেশে কী হবে ট্রাফিকের হাল? জেলা থেকে আসা কর্মীরা কোথায় করবেন পার্কিং? জানাল কলকাতা পুলিশ

Last Updated:

21st July Kolkata Traffic: প্রতিবছর একুশে তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে হাজার হাজার লোক জড়ো হন। এই এত হাজার লোকের জন্য ভিড় ও ট্রাফিক সামলাতে বিশেষ পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলা জুড়ে তৃণমূলের শহিদ দিবসের প্রস্তুতি তুঙ্গে। পঞ্চায়েত ভোটের নিরঙ্কুশ জয়ের পড়ে একুশের জুলাইয়ের অনুষ্ঠানে জেলা থেকে কলকাতা, গ্রাম থেকে শহর তৃণমূলের কর্মী সমর্থক অনুগামীদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতোই। এরইমধ্যে ধর্মতলায় সেজে উঠেছে একুশের মঞ্চ। যে মঞ্চে আজ প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এই বছরও জেলা থেকে প্রচুর মানুষ শহরে আসবেন এই একুশে জুলাইয়ের মহা সমাবেশে যোগ দিতে। আর তাতেই যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ার ইঙ্গিত পেয়ে আগাম প্রস্তুত কলকাতা পুলিশও।
২১ জুলাইয়ের মহাসমাবেশ
২১ জুলাইয়ের মহাসমাবেশ
advertisement

তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। জনসমাবেশে যোগদানের ভিড় ইতিমধ্যেই শহরে। একুশের সকাল যা চরমে পৌঁছবে বলেই ইঙ্গিত। প্রতিবছর একুশে তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে হাজার হাজার লোক জড়ো হন। এই এত হাজার লোকের জন্য ভিড় ও ট্রাফিক সামলাতে বিশেষ পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ।

advertisement

আরও পড়ুন : হঠাৎ হঠাৎ ব্লাড প্রেশার পড়ে যাচ্ছে…? শিগগিরই করে ফেলুন এই ঘরোয়া উপায়গুলি! মুহূর্তে পাবেন উপকার

এই বিশেষ দিনে শুরু থেকেই শহরের ট্রাফিক নিয়ে নাজেহাল হতে হয় পুলিশকে। বড় মাথা ব্যথা থাকে জেলা থেকে শহরে আসা যানবাহনগুলি। সভায় যোগ দিতে শহরে আসা সমর্থকেরা জেলা থেকে বাস, ক্যারাভান, ট্রাক ভাড়া করে কলকাতায় আসেন। সেই গাড়িগুলির পার্কিংয়ের ব্যবস্থা করাই সবথেকে বড় ঝামেলার। সমর্থকেরা ছাড়া একসঙ্গে এত ভিআইপি ব্যক্তিত্ব সমাবেশে আসায় তাদের কনভয়কেও জায়গা দেওয়ায় ট্রাফিক পুলিশের কাজের লিস্টে একদম শুরুতেই থাকে।

advertisement

আরও পড়ুন : এবার ২১ জুলাই আলাদা আরও একটি শহিদ বেদী! ‘কার’ জন্য? বড় প্রস্তুতিতে তৃণমূল শিবির

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলা থেকে আসা গাড়িগুলির জন্য জেলার ভিত্তিতে ভাগ করে পার্কিংয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে। এতে কোনওরকম সমস্যা বা বিশৃঙ্খলা তৈরি হবে না বলে দাবি কলকাতা পুলিশের। বৃহস্পতিবার সভার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট নেতাদের হাতে তুলে দেওয়া হবে পার্কিং স্টিকার। সেই স্টিকারে জেলার নাম, গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম এবং ফোন নম্বর লেখা থাকবে। প্রত্যেক গাড়িতে লাগাতে হবে ওই স্টিকার এবং জেলা হিসেবে নির্দিষ্ট জায়গাতেই রাখতে হবে গাড়ি। এছাড়া কেউ রাস্তা হারিয়ে ফেললে তাঁকে দিক নির্দেশ করতেও পুলিশের সুবিধা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

জেলা থেকে আসা গাড়িগুলিতে শহরে প্রবেশের সময়ই সেঁটে দিতে হবে পুলিশের দেওয়া স্টিকার। তাতে ধর্মতলায় পৌঁছনোর সময় জেলার জন্য নির্দিষ্ট জায়গায় গাড়িগুলিকে পার্কিংয়ের জন্য পাঠাতে সুবিধা হবে। সভার দিন কলকাতা ট্রাফিকে কর্মরত এক অফিসার বলেন, ধর্মতলায় সমাবেশ স্থানের আশপাশে মোট পাঁচটি জায়গা পার্কিং লট হিসেবে চিহ্নিত করা হয়েছে। পার্ক স্ট্রিট মেট্রোর বিপরীতে TAI গ্রাউন্ড, গঙ্গা সাগর মেলা গ্রাউন্ড, ইডেন গার্ডেনের পাশে বঙ্গবাসী গ্রাউন্ড, হেস্টিংস পার্কিং লট ও বাটা ক্লাবের কাছে জেলা থেকে আসা ভাড়ার বাস, গাড়ি, ভ্যান, ম্যাটাডোর রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শহর থেকে আসা গাড়িগুলিকে রাখার ব্যবস্থা করা হয়েছে বিটি রোড ও ইএম বাইপাসে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
21st July Kolkata Traffic: ২১ জুলাই সমাবেশে কী হবে ট্রাফিকের হাল? জেলা থেকে আসা কর্মীরা কোথায় করবেন পার্কিং? জানাল কলকাতা পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল