ইতিমধ্যেই জেলায় জেলায় ২১শে জুলাই নিয়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। পঞ্চায়েত ভোটের পরে এই সমাবেশ৷ সেখানে রেকর্ড জমায়েত চায় শাসক দল। তাই নানাভাবে এই কর্মসূচিকে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন:ভোট যেতেই মাথা কামিয়ে ফেললেন! অদ্ভুত ছবি শুভেন্দুর জেলায়, তুমুল শোরগোল
২১ শে জুলাই ২০২৩ এর খুঁটিপূজা হয়েছে শুক্রবার। মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সহায়তায় ২১ শে জুলাই শহিদদের স্মরণ করে একটি গান রিলিজ করা হয়েছে। গানটি রিলিজ করেন বিধায়ক তাপস রায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ একাধিক নেতা। গানটির কথা , সুর ও কণ্ঠে সাহেব সাহা। এছাড়াও কণ্ঠে রয়েছেন বৈশালী, সৈকত, অয়ন, বিশ্বজিৎ , সুমন , রাজন্যা। সংগীত আয়োজন করেছেন অনিক ত্রিপন। রেকর্ডিস্ট্ ও শব্দ মিশ্রণ করেছেন জয়জিৎ অধিকারী।
advertisement
আরও পড়ুন: ‘টাকা দিয়ে চাকরি কিনে কারা কাজ করছে?’, ED-CBI এর কাছে তালিকা তলব বিচারপতি অমৃতা সিনহার
এর আগেও তৃণমূলের একাধিক রাজনৈতিক কর্মসূচির জন্য থিম সং ছিল। এর মধ্যে ২০২১ সালে বিধানসভা ভোটের সময় খেলা হবে ছাড়াও বাংলা নিজের মেয়েকে চায়ের মতো গানও তুমুল জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি তৃণমূলের নবজোয়ার যাত্রার গান প্রকাশ হয়েছে। ২০২১ বিধানসভা ভোটে খেলা হবে ছিল অন্যতম আকর্ষণ। এবার নয়া গানের লক্ষ্য কি ২০২৪-এর লোকসভা?