রাজ্যে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার৷ মৃত্যু হয়েছে ২৩ জনের৷ বেসরকারি মতে মৃতের সংখ্যা ৪৪৷ আক্রান্তের সংখ্যা ৭০ হাজার৷ অক্টোবরের মাসের চেয়ে নভেম্বরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২ হাজার৷ কলকাতায় ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত ৬৷ শুধু কলকাতাতেই ৩ হাজার ২৬০ জন ডেঙ্গি আক্রান্ত৷ এ হেন পরিস্থিতিতে সম্প্রতি একটি সমীক্ষা চালায় পুর দফতর৷ তাতে দেখা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার অবস্থা শোচনীয়৷ ডেঙ্গির প্রকোপে ওই এলাকাটি শীর্ষে৷
advertisement
বিপজ্জনক তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বিধাননগর ও হাওড়া পুরসভা৷ তালিকায় রয়েছে বরাহনগর, কাঁচরাপাড়া পুরসভা৷ ডেঙ্গির প্রকোপ মহেশতলা, রিষড়া ও শ্রীরামপুর এলাকাতেও৷ এই ২০টি পুরসভাকে ডেঙ্গি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী৷
ডেঙ্গির ক্ষেত্রে যখন শোচনীয় অবস্থা দক্ষিণ দমদম পুরসভার, তখন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাচু রায়ের বক্তব্য, রাজ্য ৪৪ হাজার ডেঙ্গি আক্রান্ত৷ তার নিরিখে পরিস্থিতি উদ্বেগের নয়৷ ৫ জন ডেঙ্গিতে মৃত৷ আক্রান্তের সংখ্যা ৪০০৷ এটা বিপজ্জনক নয়৷ পাচু রায়ের কথায়, 'জ্বর হলেও অনেকে পরীক্ষা করাচ্ছেন না৷ সব পুকুর পরিষ্কার করা সম্ভব নয়৷'
