বাজি ফেটে মৃত্যুতে মানবিক সাহায্য রাজ্য সরকারের। ২ লক্ষ টাকা মানবিক সাহায্য মৃতদের পরিবারকে।
বেহালা শীলপাড়ার বিদ্যাসাগর সরণি ঘটনা। রাস্তায় এখনও স্পষ্ট ছোট্ট আদির রক্তের দাগ। ঘটনার পরেই আহত আদিকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কালীপুজোর রাতে ওই ঘটনায় আহত হয় ঋষিতা দত্তরায় নামের আর এক শিশু। অভিযোগ দায়ের না হলেও স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানা। সিসিটিভি ফুটেজ থেকে পুলিশের দাবি, দুর্ঘটনার সময় বাজি ফাটাচ্ছিলেন আদির ঠাকুমা। এই ঘটনায় সোমবার সকালেই স্থানীয় বাজি বিক্রেতা বরুণ রায় এবং বাজি নির্মাতা বিজয় সর্দারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রজু করেছে পুলিশ। এদিকে, রবিবার রাতে তুবড়ি ফেটে কসবায় প্রাণ হারিয়েছেন বিয়াল্লিশ বছরের দীপকুমার কোলে। তাঁরও মৃত্যু হয় তুবড়ি ফেটেই।
advertisement