ট্যুইটে জগদীপ ধনখড় লেখেন:
আরও পড়ুন: 'ভালোবাসার দলের' কাছে অপমানিত ধনখড়! 'নাটক' নিরসনে পুনর্নির্মাণেও ডাক তৃণমূলের
বুধবার অধিবেশন চলাকালীন পার্থ চট্টোপাধ্যায় স্পিকারের কাছে আবেদন জানান, ৭ ফেব্রুয়ারি রাজ্যপালের বাজেট ভাষণ চলাকালীন ভারতীয় জনতা পার্টি হই-হট্টগোল করে, এটা অসংসদীয় আচরণ। মিহির গোস্বামী এবং সুদীপ মুখোপাধ্যায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁরাই বাকিদের নির্দেশ দিচ্ছিলেন। সেই অপরাধে তাঁদের সাসপেন্ড করা হোক এই সেশনের জন্য। পার্থ চট্টোপাধ্যায়ের এই আবেদনে ধ্বনি ভোটে পাশ হয়। এরপরেই পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় এবং কোচবিহারের নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়।
অন্যদিকে, বিজেপির দাবি, তৃণমূলের ৫ বিধায়ক সেদিন রাজ্যপালকে হেনস্তা করেছেন। সে বিষয়ে রাজ্যপাল স্পিকারকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযুক্তদের শাস্তি না দিয়ে মূল ঘটনা থেকে দৃষ্টি ঘোরাতে, সংখ্যাধিক্যের জোরে দুই বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হল। এ দিন দুই বিধায়ক সাস্পেন্ড হওয়ার পরে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে শুভেন্দু। সাসপেন্ড নিয়ে বিজেপি কী পদক্ষেপ গ্রহণ করবে, তা নিয়ে আলোচনা।
Abir Ghosal