মাত্র মাস দেড়েক আগে এসএসসি দুর্নীতি কাণ্ডে অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘড়িয়া ফ্ল্যাট থেকে যথাক্রমে ২২ কোটি এবং ২৭ কোটি টাকা উদ্ধার হয়েছিল৷ গার্ডেনরিচে আমিরের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার অঙ্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, তাই নিয়েই এখন রাজ্য জুড়ে জোর জল্পনা চলছে৷ সময় যত গড়াচ্ছে, আমির খান নামে গার্ডেনরিচের ওই ব্যবসায়ীর বাড়ির সামনে সাধারণ মানুষের ভিড়ও বাড়ছে৷ যে ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷
advertisement
আরও পড়ুন:হাঁফিয়ে যাচ্ছে যন্ত্রও, শেষ হচ্ছে না টাকা! গার্ডেনরিচে এখনও পর্যন্ত মিলল ১৭ কোটি
অনলাইন গেমিং অ্যাপ খুলে প্রতারণার জাল বিছিয়েছিল আমির খান৷ বিপুল আয়ের লোভ দেখিয়ে সাধারণ মানুষের থেকে টাকা হাতানোর অভিযোগ ছিল ওই ব্যবসায়ীর বিরুদ্ধে৷ সবমিলিয়ে সারা দেশে প্রায় ৬৫ থেকে ৭০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল আমির খানের বিরুদ্ধে৷ ফলে প্রতারণার বাকি টাকা কোথায় গেল, তাও জানতে চান ইডি কর্তারা৷
ইডি সূত্রে তল্লাশির যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে আমির খানের গোটা ঘর জু়ড়ে তোড়া তোড়া নোটের ছবি দেখা গিয়েছে৷ তার মধ্যে ২০০০, ৫০০, ২০০, ১০০ এমন কি ৫০ টাকার নোটের বান্ডিলও রয়েছে৷ অন্তত আটটি টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয়৷ ইতিমধ্যেই উদ্ধার হওয়া টাকা নিয়ে যেতে ট্রাক নিয়ে আসা হয়েছে৷ গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী৷