Gardenreach Money Recovery: হাঁফিয়ে যাচ্ছে যন্ত্রও, শেষ হচ্ছে না টাকা! গার্ডেনরিচে এখনও পর্যন্ত মিলল ১৭ কোটি

Last Updated:

ইডি সূত্রে খবর, আমির খানের বাড়ির ভিতরে ২০০০, ৫০০, ২০০, ১০০ এমন কি ৫০ টাকার নোটের বান্ডিলও মিলেছে৷

ব্যবসায়ী আমির খানের বাড়িতে উদ্ধার হওয়া টাকা গোনার কাজ চলছে৷
ব্যবসায়ী আমির খানের বাড়িতে উদ্ধার হওয়া টাকা গোনার কাজ চলছে৷
#অনুপ চক্রবর্তী, কলকাতা: প্রথমে ৭, তার পরে ৮ কোটি৷ সাত ঘণ্টা টাকা গোনার পর অঙ্কটা বেড়ে হল ১২ কোটি৷ তার ঘণ্টা খানেকের মধ্যেই গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়িতে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে দাঁড়ালো ১৭ কোটি টাকা!
এখানেই শেষ নয়, ইডি সূত্রে খবর, এখনও টাকা গোনার কাজ শেষ হয়নি৷ ফলে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়বে৷ শেষ পর্যন্ত সেই অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে, তাই নিয়েই এখন রাজ্য জুড়ে জল্পনা৷
অনলাইন গেমিং অ্যাপের নাম করে বিপুল আয়ের লোভ দেখিয়ে সাধারণ মানুষের থেকে টাকা হাতানোর অভিযোগ ছিল আমির খান নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে৷ সবমিলিয়ে প্রায় ৬৫ থেকে ৭০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল৷ গোটা দেশেই এই প্রতারণার জাল ছড়ানো ছিল৷
advertisement
advertisement
নির্দিষ্ট খবরের ভিত্তিতেই এ দিন সকালে গার্ডেনরিচের শাহি আস্তাবল এলাকায় হানা দেন ইডি গোয়েন্দারা৷ মূল অভিযুক্ত আমির খানের আরও বেশ কয়েকটি বাড়ি এবং অফিসে শুরু হয় তল্লাশি৷ প্রথমে খোঁজ না পেলেও গার্ডেনরিচে আমিরের বাড়ির দোতলার ঘরে খাটের নীচ থেকে প্রথম টাকা উদ্ধার হয়৷ সেই শুরু৷ বিপুল পরিমাণ টাকা গুনতে নিয়ে আসা হয় ব্যাঙ্কের কর্মীদের৷ সঙ্গে আনা হয় আটটি টাকা গোনার যন্ত্র৷ এর পর যত সময় গড়িয়েছে, টাকার অঙ্ক বেড়েছে৷ সন্ধে সাতটা নাগাদ অঙ্কটা বেড়ে দাঁড়ায় ১৭ কোটি৷
advertisement
ইডি সূত্রে খবর, আমির খানের বাড়ির ভিতরে ২০০০, ৫০০, ২০০, ১০০ এমন কি ৫০ টাকার নোটের বান্ডিলও মিলেছে৷ যদিও এখনও পর্যন্ত প্রতারণায় মূল অভিযুক্ত আমির খানের খোঁজ মেলেনি৷ পাশাপাশি এই টাকার ভাগ কোনও প্রভাবশালীর কাছে গিয়েছে কি না, অথবা হাওয়ালার মাধ্যমে প্রতারণার টাকা অন্য কোনও দেশে পাচার হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে ইডি৷ ইতিমধ্যেই উদ্ধার হওয়া টাকা নিয়ে যেতে ট্রাক নিয়ে আসা হয়েছে৷ গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gardenreach Money Recovery: হাঁফিয়ে যাচ্ছে যন্ত্রও, শেষ হচ্ছে না টাকা! গার্ডেনরিচে এখনও পর্যন্ত মিলল ১৭ কোটি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement