নামেই সুপারস্পেশ্যালিটি। পরিকাঠামো থাকলেও অনেক সময়ই অভিযোগ ওঠে পরিষেবা না মেলার। ফলে বহু ক্ষেত্রেই বিত্তবান রোগী ভর্তি হননা এসএসকেএমে। এবার সেই অভিযোগ ঘোচাতে পদক্ষেপ রাজ্যের এই নামজাদা সরকারি হাসপাতালের। তৈরি করা হয়েছে ১৭টি কেবিন। যেখানে থাকবে অত্যাধুনিক ঝাঁ চকচকে পরিষেবা। ১৭টি কেবিনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে।
৫টি বড় কেবিনের ভাড়া প্রতিদিন ৪ হাজার
advertisement
১২টি ছোট কেবিনের ভাড়া প্রত্যেকদিন আড়াই হাজার
তবে টাকার তফাৎ হলেও পরিষেবার দেওযার ক্ষেত্রে থাকবে না কোনও বৈষম্য। কেবিনের ভেতরে যা যা রয়েছে তা হার মানায় পাঁচতারা হোটেলের ঘরকেও। রয়েছে, অত্যাধুনিক শয্যা, সোফা, বড় আলমারি, ডাইনিং টেবল, ফ্রিজ, এলইডি টিভি। কেবিনের সঙ্গেই রয়েছে অ্যাটাচ বাথরুমও। সেই বাথরুমেও আধুনিকথার ছোঁয়া। বেসিন, কমোড, আয়না, গিজার, মেঝেতে সবুজ পাপশ। এসএসকেএম কর্তৃপক্ষের দাবি, রোগীদের জন্য চিকিৎসক, নার্স থাকবেন সবসময়। অত্যাধুনিক পরিষেবা মিললে এই সরকারি হাসপাতালে সম্ভ্রান্ত ঘরের রোগীরা আসবেন চিকিৎসার জন্য।
