আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কে বড় পদক্ষেপ! স্কুলে কারা আসবেন, কারা নয়, নির্দেশিকা জারি রাজ্যের
করোনার সাম্প্রতিক সংক্রমণের হার রাজ্যে ভয়ানক চেহারা নিতে পারে, স্বাস্থ্য দফতরের তরফ থেকে চিঠি দিয়ে বেসরকারি হাসপাতালগুলিকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছতে পারে ৩৫ থেকে ৩৬ হাজারে (Covid 19 Third Wave)৷ শুক্রবার বেসরকারি হাসপাতালগুলিকে চিঠি দিয়ে এ ভাবেই সতর্ক করে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিতে বললেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী৷
advertisement
আরও পড়ুন: রাজ্যে আরও পাঁচজন ওমিক্রন আক্রান্তের খোঁজ, পরিস্থিতি উদ্বেগজনক!
রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবারই ২ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ জুন মাসের পর ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার পার করল৷ কিন্তু রাজ্য স্বাস্থ্য দফতর মনে করছে, এই সংখ্যাটা কিছুই না৷ আগামী কয়েকদিনে দৈনিক আক্রান্তের সংখ্যা কয়েক গুন বেড়ে তিরিশ হাজার ছাড়িয়ে যেতে পারে৷
Biswajit Saha