এরপরেই ১৫ বছরের পুরনো বাস চলাচল করার জন্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য পরিবহণ দফতর। নতুন বিজ্ঞপ্তিতে পরিবহণ দফতর জানিয়েছে, ১৫ বছরের বেশি বয়সি গাড়ি আরও দু’বছর চলতে পারবে রাজ্যে। তবে মানতে হবে স্বাস্থ্যপরীক্ষার শর্ত। সেই শর্ত না-মানলে কলকাতার রাস্তায় চলতে পারবে না গাড়ি।
advertisement
তবে সেই বাস চালাতে গেলে মানতে হবে শর্ত। রাজ্য পরিবহণ দফতর জানিয়েছে, যানের বয়স ১৫ পেরিয়ে গেলে প্রতি ছ’মাস অন্তর তার স্বাস্থ্যপরীক্ষা করিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। সেই সঙ্গে ওই যানকে বিএস-৪ ক্যাটেগরির হতে হবে। নতুন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এখন থেকে রাজ্যের যে কোনও জেলার গাড়ি অন্য কোনও জেলায় বিক্রি করা যাবে।
এই নয়া বিজ্ঞপ্তির ফলে অনেক বাস বাতিলের হাত থেকে রক্ষা পেল, কারণ আগে পরিবেশ আদালতের নির্দেশে পারমিট নবীকরণ বন্ধ ছিল। পরিবহণ দফতর এখন এই বিজ্ঞপ্তি অনুযায়ী পুরনো বাসের ফিটনেস পরীক্ষার প্রক্রিয়া শুরু করেছে। কলকাতা হাইকোর্টের রায় এবং পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিটনেস ও দূষণ পরীক্ষাে উত্তীর্ণ হলে, বছরে দু’বার পরীক্ষার মাধ্যমে এই বাসগুলি চলতে পারবে। মূলত, ‘বয়স নয়, স্বাস্থ্যই প্রধান’—এই নীতিতে দূষণ ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করে অনুমতি দেওয়া হচ্ছে, যা বাস মালিকদের জন্য ‘ঐতিহাসিক জয়’ হিসেবে বিবেচিত, কারণ এর ফলে বাস বাতিল হওয়া থেকে রক্ষা পেয়েছে। বাস মালিক সংগঠনগুলো এবার ফিটনেস সার্টিফিকেট নেবে বলে আশাবাদী রাজ্য সরকার।
