TRENDING:

Cyclone Sitrang | সাইক্লোন সিত্রাং মোকাবিলায় প্রস্তুত এনডিআরএফের ১৪টি টিম, চলছে ২৪ ঘণ্টা নজরদারি

Last Updated:

উপকূলবর্তী এলাকা-সহ রাজ্যের একাধিক জায়গায় এনডিআরএফ নজরদারি চালাচ্ছে৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সাইক্লোন সিত্রাং মোকাবিলায় সমস্তরকমভাবে প্রস্তুত এনডিআরএফ। এনডিআরএফ সূত্রে খবর,  মোট ১৪টি টিম থাকছে গোটা রাজ্যের উপকূল-সহ বিভিন্ন জায়গায়। চারটি টিম থাকছে দক্ষিণ ২৪ পরগনায়, দু'টি টিম থাকছে উত্তর ২৪ পরগনায়, তিনটি টিম থাকছে পূর্ব মেদিনীপুর, একটি  টিম থাকছে পশ্চিম মেদিনীপুরে, হুগলিতে থাকছে একটি টিম, নদিয়াতে থাকছে একটি টিম এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে থাকছে দু'টি টিম।
ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্ক এনডিআরএফ৷
ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্ক এনডিআরএফ৷
advertisement

দক্ষিণ ২৪ পরগনার মধ্যে রয়েছে সাগর, কাকদ্বীপ, গোসাবা, কুলতলি, উত্তর ২৪ পরগনার মধ্যে রয়েছে সন্দেশখালি এবং হাসনাবাদ। এছাড়া পূর্ব মেদিনীপুরের মধ্যে  দিঘাতে রয়েছে একটি টিম, রামনগরে দুটি টিম এবং হলদিয়াতে এনডিআরএফের টিম রয়েছে। হুগলির আরামবাগ, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, পশ্চিম মেদিনীপুরে হাসিমপুর, নদিয়া হরিণঘাটাতেও এনডিআরএফ টিম মোতায়েন রয়েছে। মূল কন্ট্রোলরুম খোলা হয়েছে হরিণঘাটাতে সেকেন্ড ব্যাটেলিয়নের এনডিআরএফের কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নাম্বার-  ৮০১৭১৬৬৬৫৫ । ২৪ ঘণ্টা এই হরিণঘাটার মেইন কন্ট্রোল রুম থেকেই চলবে গোটা পরিস্থিতির উপর নজরদারি।

advertisement

আরও পড়ুন: 'গভীর চক্রান্ত করছে বিজেপি...'! পঞ্চায়েত ভোটের আগে 'বিস্ফোরক' অভিযোগ তৃণমূলের!

শনিবার সন্ধেয় এনডিআরএফ টিম পৌছায় বিভিন্ন জায়গায়। সেখানে বিভিন্ন জায়গায় উপকূলবর্তী এলাকায় গিয়ে জেলা পুলিশকে নিয়ে একযোগে মাইকিং করে এনডিআরএফ টিম। সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয় তার জন্য বিভিন্ন জায়গায় চলছে মাইকিং। এছাড়া উপকূল থেকে নির্দিষ্ট দূরত্বে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সাইক্লোনের জেরে কোনওভাবে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হন , তার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে রাজ্য পুলিশ প্রশাসন থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ব্যবস্থা নেওয়া হয়েছে এনডিআরএফের থেকেও। চলছে ২৪ ঘণ্টা নজরদারি। কন্ট্রোল রুমে সারাক্ষণ এই নজরদারি চলছে। কোনও সমস্যায় পড়লে কন্ট্রোল রুমে ফোন করে জানাতে পারেন। এনডিআরএফ সমস্ত রকমভাবে প্রস্তুত। এর আগে আয়লা, বুলবুল, ফনি, আম্ফান,  ইয়াস-সহ একাধিক ঘূর্ণিঝড় হয়েছিল। প্রতিটি সাইক্লোনের মতো এবারেও সিত্রাং এর মোকাবিলায়  কোমর বেঁধে নেমেছে এনডিআরএফ ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Sitrang | সাইক্লোন সিত্রাং মোকাবিলায় প্রস্তুত এনডিআরএফের ১৪টি টিম, চলছে ২৪ ঘণ্টা নজরদারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল