আবাস আর ১০০ দিনের কাজে রাজ্যের বরাদ্দ তাই চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত রিলিজ করেনি কেন্দ্র— তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
advertisement
প্রসঙ্গত, ২০২২ সালের ৯ মার্চ থেকে মনরেগার টাকা বন্ধ রাখার কথা জানিয়েছে কেন্দ্র এবং আবাস যোজনার টাকা ২২-২৩ অর্থবর্ষ থেকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি।
গত শীতকালীন অধিবেশনে নির্মলা সীতারমন জানিয়েছিলেন রাজ্যের পাঠানো অ্যাকশন টেকেন রিপোর্ট যাচাই করে দেখছে গ্রামোন্নয়ন মন্ত্রক। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই অর্থমন্ত্রক টাকা মন্জুর করবে। মন্ত্রক সূত্রে খবর, ১০০ দিনের কাজ ফের শুরু করার হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতেও কেন্দ্রের তরফে এ বিষয়টি জানানো হবে আদালতকে। জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার, হাওড়া ব্রিজের ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন।