মেটিয়াবুরুজ থেকে হাওড়া আসছিল ১২/এ রুটের একটি বেসরকারি বাস। প্রতক্ষ্যদর্শীদের মতে ও বাসের অন্যান্য যাত্রীদের অভিযোগ, ব্রেক ফেল হওয়ার কারণেই ড্রাইভারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাসটি। আর লোহার স্তম্ভে গিয়ে ধাক্কা মারে। ব্যস্ত সময়ে দুর্ঘটনার কারণে সেতুর উপর যানজট তৈরি হয়। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। পরে পৌছায় পুলিশ।
advertisement
দুর্ঘটনার ফলে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের কয়েক জনের গুরুতর আঘাত রয়েছে। দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজে ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশ ব্রেকডাউন ভ্যান দিয়ে বাসটি সরিয়ে নিয়ে যায়। আপাতত হাওড়া ব্রিজের পরিস্থিতি নিয়ন্ত্রণে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2024 2:32 PM IST