পুলিশের প্রাথমিক অনুমান, শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছিল এই আশ্রম ৷ যার ক্ষোভে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় আশ্রমে ৷
আরও পড়ুন: স্কুল বাস-চালকের হাতে ধর্ষণের সাড়ে তিন বছরের শিশুকন্যা
সূত্রের খবর, দু’টো গাড়ি এবং দু’চাকার একটি গাড়ি শুক্রবার গভীর রাতে আশ্রমের সামনে আসে ৷ সেই গাড়ি থেকেই নেমে আসে বেশ কিছু দুষ্কৃতি ৷ তারাই আগুন লাগিয়ে দেয় আশ্রমে ৷ গোটা আশ্রম পুড়ে ছাই হয়ে যায় ৷ আগুনের অস্তিত্ব টের পেতেই আশ্রম ছেড়ে বেরিয়ে আসেন সকলে ৷ যার জেরে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি ৷
advertisement
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ‘কেউ এভাবে নিজের হাতে আইন তুলে নিতে পারে না ৷ যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের শাস্তি হবেই ৷’
অন্যদিকে, রাজ্যের অর্থমন্ত্রী টি এম টমাস এই ঘটনার জন্য সংঘ পরিবারকেই দায়ী করলেন সরাসরি ৷ তাঁর দাবি, ‘রাজ্যে বিশৃঙ্খলা তৈরির জন্যই এহেন কাণ্ড ঘটাচ্ছে সংঘ পরিবার ৷’