২০০৩ সালে ‘বুম’ ছবি দিয়ে কেরিয়ার শুরু ৷ কিন্তু প্রথম ছবিই মুখ থুবড়ে পড়েছিল ৷ এরপর অেক নিন্দা, অনেক বিরূপ মন্তব্য ৷ কিন্তু দমে যাননি তিনি ৷ নিজেই বলেছেন, জীবনে প্ল্যান বি কিছু ছিল না ৷ অভিনেত্রী হতেই চেয়েছিলেন ৷ সেটাই হতে হত ৷ ধীরে ধীরে বলিউডও চিনেছে তাঁকে ৷ ভরিয়ে দিয়েছে ৷ অনেক ব্লকব্লাস্টার ছবি তাঁর ঝুলিতে ৷ তবু অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে আজও ৷
advertisement
আরও পড়ুন: মুক্তি পেল, শিবপ্রসাদ, নন্দিতা'র আগামী ছবি 'হামি'র টাইটেল ট্র্যাক
এ সবই এ বার নিজের আত্মজীবনীতে লিখে রাখতে চান ক্যাট ৷ পরিকল্পনাও শুরু হয়েছে এ নিয়ে ৷ তবে পাকাপাকিভাবে কাগজ-পেন নিয়ে কবে বসবেন, সে বিষয়ে এখন কিছু জানাননি নায়িকা ৷
আরও পড়ুন: পূজা ডডওয়ালকে সাহায্যের জন্য এগিয়ে এলেন সলমন
advertisement
Location :
First Published :
March 26, 2018 1:19 PM IST