তাঁর শোয়ে এসে এভাবে বিপাকে পড়বে হার্দিক ও কে এল রাহুল, তিনি ভাবতেও পারেননি ৷ এতদিন তিনি চুপই ছিলেন, কিন্তু পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে করণ গভীরভাবে দুঃখিত ৷ তাঁর রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই ঘটনা ৷ যা ঘটেছে তাঁর দায় বড়তায় তাঁর ওপর ৷ জানিয়েছেন করণ ৷ যেহেতু তাঁর অনুষ্ঠানে এসে এবং তাঁর প্রশ্নের উত্তরে বিপাকে দুই ক্রিকেটর, তাই তিনি নিজেকে দোষি মনে করছেন ৷
advertisement
আরও পড়ুনদুই ভিন্ন বয়সের অভিনেত্রী জিমে করলেন গা গরম ! দেখুন ভিডিও
অনেকেই হয়ত শোয়ের টিআরপির কথা ভাবছেন, জানিয়েছেন করণ ৷ কিন্তু তিনি এভাবে শোয়ের টিআরপি চান না, স্পষ্ট করেছেন বলিউডের এই পরিচালক, প্রযোজক ৷
Location :
First Published :
January 23, 2019 7:00 PM IST