কর্নেল পদে উন্নীত হওয়া মহিলা আধিকারিকদের এই মাসেই দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ জারি করা হবে। সূত্রের খবর, চলতি জানুয়ারি মাসের শেষ পর্যন্ত পদোন্নতি পাওয়া মহিলা সেনা আধিকারিকদের বিভিন্ন শাখায় দায়িত্বভার গ্রহণের বিজ্ঞপ্তি জারি করে দেবে। সেনায় মহিলা আধিকারিকদের তাঁদের পুরুষ সহকর্মীদের সমকক্ষে নিয়ে যেতে গঠিত বিশেষ নির্বাচনী বোর্ডে গঠন করা হয়েছিল। এই প্রক্রিয়া গত ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী ২২শে জানুয়ারি পর্যন্ত চলবে।
advertisement
আরও পড়ুন: তাপমাত্রার বড় পরিবর্তন! কুয়াশা কাটিয়ে অবশেষে সূর্যস্নাত কোচবিহার, দেখুন
১৯৯২ থেকে ২০০৬ সালের ব্যাচে বিভিন্ন বিভাগে ১০৮ জন কর্নেল শূন্য পদ রয়েছে। যার জন্য দাবিদার ২৪৪ জন মহিলা আধিকারিক। তাঁদের মধ্য থেকে ১০৮ জনকে বেছে নেওয়া হয়েছে। এই পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে ৬০ জন মহিলা আধিকারিকের একটি নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে। আগামী ২২ জানুয়ারির মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
আরও পড়ুন: হাতি মৃত্যু আটকাতেই হবে, নাহলে....করিডোর করতে কেন্দ্রের সাহায্য চাইল রাজ্য
প্রসঙ্গত উল্লেখ্য, সরকারের তথ্য অনুযায়ী, ভারতীয় সেনায় ৬ হাজার ৮০৭ জনের বেশি মহিলা যুক্ত রয়েছেন। বায়ুসেনায় তাঁদের সংখ্যা ১ হাজার ৬০৭। ভারতীয় সেনাবাহিনীতে পুরুষ এবং মহিলা আধিকারিকদের অনুপাতের নিরিখে সব থেকে বেশি সংখ্যক নারী যুক্ত রয়েছেন নৌবাহিনীতে। নৌবাহিনীর মোট শক্তির প্রায় ৬.৫ শতাংশ মহিলা।সব মিলিয়ে দেশের তিনটি সেনাবাহিনীতে প্রায় ৯ হাজার ১১৮ জন মহিলা রয়েছেন। সরকারি হিসেবে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ভারতের তিনটি সেনাবাহিনীতে নারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
সেনায় মহিলা আধিকারিকদের এগিয়ে আসার ঘটনা শুরু হয়েছে আগেই। এর আগে পাঁচ মহিলা আধিকারিক সেনায় স্টাফ কোর্স পরীক্ষায় পাস করেছেন। নিয়ম অনুযায়ী এরপর এক বছরের কোর্স করলেই এই পাঁচ মহিলা অফিসার কমান্ড্যান্ট পদে উন্নীত হতে পারবেন। সম্প্রতি সিয়াচেন ক্যাম্পে নিয়োগ করা হয়েছে। ইউনাইটেড নেশননের বিভিন্ন শান্তি মিশনে ভারতীয় সেনার মহিলা অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।