TRENDING:

বড় খবর! স্কুলে চাকরি দিতে শুরু করল এসএসসি, ১ মাসের আগেই কথা রাখল সরকার

Last Updated:

শারীরশিক্ষার জন্য ৮৫০ টি ও কর্মশিক্ষার জন্য ৭৫০ টি শূন্যপদ আগেই তৈরি করা হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক করে। এই পদগুলিতেই নিয়োগ শুরুর প্রক্রিয়া করল এসএসসি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্য মন্ত্রিসভার বৈঠক করে আগেই শূন্য পদ তৈরি করা হয়েছিল। মূলত শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের জন্য ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের জন্য এই পদ তৈরি করা হয়েছিল। পুজোর আগেই বিজ্ঞাপন দিয়ে এই পদগুলিতে নিয়োগের কথা জানিয়েছিল এসএসসি। তার এক মাস যেতে না যেতেই নিয়োগের সিদ্ধান্ত নিয়ে নিল স্কুল সার্ভিস কমিশন। শারীরশিক্ষার জন্য ৮৫০ টি ও কর্মশিক্ষার জন্য ৭৫০ টি শূন্যপদ আগেই তৈরি করা হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক করে। এই পদগুলিতেই নিয়োগ শুরুর প্রক্রিয়া করল এসএসসি।
স্কুলে চাকরি দিতে শুরু করল এসএসসি
স্কুলে চাকরি দিতে শুরু করল এসএসসি
advertisement

"সুপার নিউমেরিক্যাল" ভাবে তৈরি শূন্য পদগুলিতে নিয়োগ করতে চেয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন নেওয়া হয়েছিল। মূলত বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের জন্যই এই উপায়ে শূন্য পদ তৈরি করা হয়েছিল। প্রথম পর্যায়ে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের ১৬০০ -রও বেশি শূন্যপদে নিয়োগের জন্য কাউন্সিলিং প্রক্রিয়া আগামী ১০ নভেম্বর থেকে শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। মূলত, এই কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে স্কুল বাছাই ও নিয়োগ পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করবে এসএসসি। ইতিমধ্যেই কমিশনের ওয়েবসাইট মারফত শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের মধ্য থেকে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাঁরা কাউন্সিলিংয়ে আসার প্রয়োজনীয় কল লেটার ডাউনলোড করতে পারবেন এসএসসির ওয়েবসাইট থেকে।

advertisement

আরও পড়ুন: শয়ে শয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ, সভা থেকে ২০২৪-এর লক্ষ্যে অধীরের হুঙ্কার

প্রসঙ্গত, নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কাউন্সিলিং করে নিয়োগপত্র দেওয়ার কথা। কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও পরবর্তী ক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর বঞ্চিত চাকরি প্রার্থীদেরও চাকরি দেওয়ার তৎপরতা শুরু করছে এসএসসি।

advertisement

আরও পড়ুন: কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা? প্রতিটা মুহূর্তে কড়া নজরদারি ডাক্তারদের

যদিও এক্ষেত্রে হাইকোর্টের মতামতকেও বিশেষ ভাবে গুরুত্ব দিতে চায় এসএসসি। প্রায় সাড়ে ৬ হাজারের বেশি শূন্যপদ বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠক করে ইতিমধ্যেই অনুমোদন করা হয়েছিল। এর মধ্যে নবম-,একাদশ- দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি-র জন্য আলাদা আলাদা করে শূন্যপদ তৈরি করা হয়েছে। তা নিয়েই এবার তৎপরতা তুঙ্গে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/চাকরি/
বড় খবর! স্কুলে চাকরি দিতে শুরু করল এসএসসি, ১ মাসের আগেই কথা রাখল সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল