ডব্লিউবিপিএসসি রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রথমে প্রার্থীদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের https://wbpsc.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
হোম পেজে অ্যানাউন্সমেন্ট বিভাগে যেতে হবে
এরপর ‘ INDICATIVE ADVERTISEMENT FOR RECTT. TO THE POST OF VETERINARY OFFICER IN WEST BENGAL ANIMAL HUSBANDRY & VETERINARY SERVICES IN THE DIRECTORATE OF ANIMAL RESOURCES & ANIMAL HEALTH UNDER THE ANIMAL RESOURCES DEVELOPMENT DEPARTMENT, GOVT. OF WEST BENGAL' লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
advertisement
ভেটেরিনারি অফিসার নিয়োগ সংক্রান্ত একটি পিডিএফ পাওয়া যাবে।বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভাল করে দেখে নিতে হবে এবং সেই অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে।
আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে ৬৯৯০ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে!
ডব্লিউবিপিএসসি রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানানো হবে।
বিজ্ঞাপন নং 16/2022
আরও পড়ুন: সেন্ট্রাল পাসপোর্ট অফিসে বড় চাকরির সুযোগ! আজই আবেদন করুন, জানুন বিশদে
ডব্লিউবিপিএসসি রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৫৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
জেনারেল ক্যাটাগরি- ৭৬টি পদ
এসসি ক্যাটাগরি- ৩১টি পদ
এসটি ক্যাটাগরি- ৮টি পদ
ওবিসি ‘এ’ ক্যাটাগরি- ১৭টি পদ
ওবিসি ‘বি’ ক্যাটাগরি- ১২টি পদ
পিডি-
ইউআর ক্যাটাগরি- ১৩টি পদ
এসসি ক্যাটাগরি- ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন |
পদের নাম | ভেটেরিনারি অফিসার |
শূন্যপদের সংখ্যা | ১৫৮ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | শুরু হবে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | বিশদ দেখুন |