সেট-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র দেওয়ার কাজ শুরু করা হয়েছে৷ আবেদনপত্র দেওয়ার প্রক্রিয়া চলবে ৩১ অগাস্ট রাত ১২টা পর্যন্ত। সেক্ষেত্রে, আবেদন পত্র জমা দেওয়ার সময় যদি কেউ মনে করেন, জমা দেওয়ার তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তাহলে ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত তা সংশোধন করা যাবে।
advertisement
আরও পড়ুন: রাস্তায় বসে পড়লেন চাকরিপ্রার্থীরা! বৃষ্টি বাদলের সকালে MLA হস্টেলের সামনে তুমুল বিক্ষোভ
কলেজ সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ১৭ ডিসেম্বর হবে সেট। এ বছর মোট ৩৩টি বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে। ওইদিন প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে সকাল সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত৷ দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে দুপুর ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড অনলাইনে আপলোড করে দেওয়া হবে। এবার কলেজ সার্ভিস কমিশন ২৫ তম সেট পরীক্ষা নিতে চলেছে। প্রথম পত্রের ক্ষেত্রে ৫০টি অবজেক্টিভ প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান হবে ২ নম্বর। দ্বিতীয় পত্রে থাকবে ১০০টি অবজেক্টিভ প্রশ্ন। এই পেপারের ক্ষেত্রেও প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান থাকবে ২ নম্বর।
আরও পড়ুন: ‘দুর্নীতি’ নিয়ে পড়ুয়ার সঙ্গে ‘আমনে-সামনে’ আলোচনা, রাজ্যপালের সঙ্গে দেখা দুই ছাত্রের
অন্যদিকে, কলেজ সার্ভিস কমিশনের তরফে অধ্যাপক নিয়োগের প্রক্রিয়াও চলছে। কমিশন সূত্রে খবর, চলতি মাসের শেষে বা সেপ্টেম্বরে শুরু থেকেই প্যানেল প্রকাশ করতে পারে কলেজ সার্ভিস কমিশন। সেক্ষেত্রে, তুলনামূলকভাবে যে বিষয়গুলিতে কম আবেদনকারী ছিল সেই বিষয়গুলির প্যানেল আগে প্রকাশ করা হবে। তেমনটাই কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর।
ইতিমধ্যেই বেশিরভাগ বিষয়টি ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শেষ করেছে কলেজ সার্ভিস কমিশন৷ খবর কমিশন সূত্রের।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়