কবে নেওয়া হবে প্রাথমিকের টেট? আজ অর্থাৎ শুক্রবার বৈঠকে বসবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটি। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও প্রাথমিকভাবে দিনক্ষণ ঠিক করা হতে পারে আজকের বৈঠকে। চূড়ান্ত শিলমোহর পড়বে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই। মূলত আজকের বৈঠকে প্রাথমিকের টেটের জন্য কী কী নিয়ম হবে, কীভাবে পরীক্ষায় ব্যবস্থা হবে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে।
advertisement
আরও পড়ুনঃ 'দিদি পাশে আছে, এটাই এনাফ', বীরের সম্মান পেয়ে চওড়া হাসি অনুব্রতর মুখে
অ্যাড হক কমিটি গঠন হওয়ার পর এ দিনই প্রথম বৈঠক বসবে। ইতিমধ্যেই হাইকোর্ট প্রশংসা করেছে এই কমিটির। তবে টেট-র পাশাপাশি নিয়োগ নিয়েও আজকের বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যেই কত সংখ্যক শূন্যপদ রয়েছে, তার তালিকা রাজ্যের থেকে চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, শূন্যপদ ২০ হাজারের বেশি হতে চলেছে। সে ক্ষেত্রে নিয়োগ নিয়েও আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে প্রাথমিকভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের বেশ কিছু রদবদল আনা হবে।
আরও পড়ুনঃ নতুনভাবে সাজবে ব্লক স্তর থেকে, পঞ্চায়েতের আগে মাস্টারস্ট্রোক দেবে তৃণমূল
ইতিমধ্যেই পর্ষদ খুলেছে গ্রিভেন্স সেল। আগামী দিনে প্রাথমিক শিক্ষা পর্ষদ কীভাবে পরিচালিত হবে তা নিয়ে এই কমিটির সদস্যদের মতামত নেওয়া হবে। কমিটিতে নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদারের মতো বিশিষ্টদের রাখা হয়েছে। একদিকে যখন প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে, অন্যদিকে রাজ্য চাইছে নতুন করে শিক্ষক নিয়োগের পথে এগোতে। সেদিক থেকে মনে করা হচ্ছে এই দিনের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।
উল্লেখ্য, পুজোর পরেই প্রাথমিকের টেট হওয়ার সম্ভাবনা। সেই সম্ভাবনার কথা জানিয়েছেন খোদ পর্ষদ সভাপতি। সব দিক বিচার করলে এ দিনের এই বৈঠক যে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। এই বৈঠকের আগে ফিন্যান্স কমিটির বৈঠক রয়েছে। দীর্ঘদিন পর্ষদে কোনও ফিন্যান্স কমিটি ছিল না।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়