ডব্লুবিএসইটিসিএল রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের ১৯.০৫.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: কলকাতায় এয়ারটেলে চাকরির দুর্দান্ত সুযোগ! একদম হাতছাড়া করবেন না
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড |
পদের নাম: | অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র একজিকিউটিভ, অফিস একজিকিউটিভ এবং অন্যান্য |
শূন্যপদের সংখ্যা: | ১৯৮টি |
কাজের স্থান: | পশ্চিমবঙ্গ |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১৯.০৫.২০২৩ |
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১৯৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর এবং এ): ১০টি পদ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): ২৫টি পদ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি এবং সিএস): ৬টি পদ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): ২০টি পদ
জুনিয়র একজিকিউটিভ (এফ এবং এ): ১১টি পদ
জুনিয়র একজিকিউটিভ (স্টোর): ১১টি পদ
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) গ্রেড-II: ৩০টি পদ
অফিস একজিকিউটিভ: ৬০টি পদ
টেকনিশিয়ান গ্রেড-III: ২৫টি পদ
আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে প্রচুর পদে নিয়োগের দারুণ সুযোগ! জানুন
আবেদন পদ্ধতি:- প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে www.wbsetcl.in যেতে হবে
এরপর কেরিয়ার ট্যাবে যেতে হবে
‘REC/2023/01’-তে উপলব্ধ অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে
নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে
ফি প্রদান করে আবেদনপত্র জমা দিতে হবে
ভবিষ্যতের জন্য ফর্ম ডাউনলোড করে রাখতে হবে
সরাসরি আবেদনের লিঙ্ক https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/82551/Index.html
বয়সসীমা:- ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ বছরের মধ্যে হতে হবে এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।