জানা গিয়েছে, ৫৫২টি নতুন পদে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্বরাষ্ট্র দফতরে ১০৫ এবং প্রাণিসম্পদ বিকাশ দফতরে ২৭০টি নতুন চাকরি দেওয়া হবে। শিক্ষা দফতরের তরফে বিদ্যালয়ে ৩৫ জনকে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
আরও পড়ুন: বৃষ্টি কি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে? স্বস্তির বড় খবর হাওয়া অফিসের, কবে নামবে জানুন
advertisement
রাজ্যে ফের শিক্ষক নিয়োগের খবরে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা। সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করবে রাজ্য। পূর্ণ সময়ের শিক্ষক নয়, নিয়োগ হবে পার্শ্ব-শিক্ষক। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বুধবার। আপাতত রাজ্য পূর্ণ সময়ের বদলে প্যারা-টিচার নিয়োগের পথেই হাঁটল।
আরও পড়ুন: ঘুমের মধ্যে হঠাৎ মনে হয় উঁচু থেকে পড়ে যাচ্ছেন? কী অর্থ এমন স্বপ্নের! জানলে চমকে যাবেন
জানা গিয়েছে, উত্তর দিনাজপুরে ৩৫, পশ্চিম মেদিনীপুর জেলায় ৪৩, ঝাড়গ্রাম জেলায় ১৪ জন সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ হবে ভলান্টিয়ার টিচার হিসাবে। রাজ্য মন্ত্রিসভায় এদিন এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়