বিশ্বভারতী রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ দিন হল আগামী ১৬ মে, ২০২৩ তারিখ। সে ক্ষেত্রে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: সরকারি সংস্থায় মেডিক্যাল স্পেশালিস্ট নিয়োগ, বেতন ২৪০০০০! আজই আবেদন করুন
advertisement
বিশ্বভারতী রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৭০৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি/জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: ৯৯টি পদ
মাল্টিটাস্কিং স্টাফ: ৪০৫টি পদ
আপার ডিভিশন ক্লার্ক/ অফিস অ্যাসিস্ট্যান্ট: ২৯টি পদ
সেকশন অফিসার: ৪টি পদ
অ্যাসিস্ট্যান্ট/সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৫টি পদ
প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট: ৬টি পদ
সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট: ৫টি পদ
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: ৬টি পদ
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ
ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট: ৪৫টি পদ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল: ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল: ১টি পদ
জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল: ৯টি পদ
জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল: ১টি পদ
প্রাইভেট সেক্রেটারি বা পিএ: ৭টি পদ
পার্সোনাল সেক্রেটারি: ৮টি পদ
স্টেনোগ্রাফার: ২টি পদ
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ২টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ১৭টি পদ
সিকিউরিটি ইনস্পেক্টর: ১টি পদ
সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট: ১টি পদ
সিস্টেম প্রোগ্রামার: ৩টি পদ
রেজিস্ট্রার (টেনিউর পোস্ট): ১টি পদ
ফিনান্স অফিসার (টেনিউর পোস্ট): ১টি পদ
লাইব্রেরিয়ান: ১টি পদ
ডেপুটি রেজিস্ট্রার: ১টি পদ
ইন্টারনাল অডিট অফিসার (ডেপুটেশন): ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান: ৬টি পদ
অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার: ২টি পদ
বিশ্বভারতী রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে vbharatirec.nta.ac.in যেতে হবে।
হোমপেজে ‘Visva-Bharati Recruitment Test - 2023 Online Registration’ -লিঙ্কে ক্লিক করতে হবে।
একটি নতুন পেজ খুলে যাবে। রেজিস্টার করে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন ফি প্রদান করতে হবে। ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মটা ডাউনলোড করে তার প্রিন্টআউট করিয়ে রাখতে হবে।
আরও পড়ুন: আপনার ওজন কত? এই পরিমাণ ওজন হলেই ২১৫০০ বেতনে চাকরির দারুণ সুযোগ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | বিশ্বভারতী |
পদের নাম: | বিশদ দেখুন |
শূন্যপদের সংখ্যা: | ৭০৯ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১৬.০৫.২০২৩ |
বিশ্বভারতী রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট (প্রয়োজন পড়লে), ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা - এই চার পর্যায়ের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে।
বিশ্বভারতী রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
গ্রুপ-এ পদে আবেদনের জন্য জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২০০০ টাকা। আর এসটি অথবা এসটি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০০ টাকা।
গ্রুপ-সি পদে আবেদনের জন্য জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৯০০ টাকা। আর এসটি অথবা এসটি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২২৫ টাকা।