সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন কনসাল্টটেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে৷ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বা যারা শীঘ্রই অবসর নেবেন, তারা এই শূন্যপদে আবেদন করতে পারেন। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ হল ৩০ এপ্রিল। আগ্রহী প্রার্থীরা ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।
advertisement
চাকরি সংক্রান্ত আরও কিছু বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল
যোগ্যতা
কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রক বা বিভাগে কাজ করতেন যারা, তারা এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা নিচে উল্লিখিত ঠিকানায় আবেদন পাঠাবেন৷
ডেপুটি সেক্রেটারি (অ্যাডমিন) রুম নম্বর-১১, অ্যানি বিল্ডিং (গ্রাউন্ড ফ্লোর), ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ধোলপুর হাউস, শাহজাহান রোড, নয়া দিল্লি-১১০০৬৯।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজছেন? সুবর্ণ সুযোগ, বিস্তারিত জেনে এখনই আবেদন করুন
শূন্যপদের সংখ্যা
ইউপিএসসির পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, মোট ১২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অবসরপ্রাপ্ত কর্মীরাই এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
এই চাকরি সংক্রান্ত আরও অন্যান্য তথ্য বিশদে জানার জন্য ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ লগ ইন করতে পারেন৷