হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ ১৭ নভেম্বর, ২০২২। অনলাইন ও অফলাইন দুই ভাবেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: এআইআইএমএস গোরখপুরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর সহ নানা পদে নিয়োগ, জানুন বিশদে
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রফেসর- ১৪টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- ২০টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর- ৪টি পদ
বিজ্ঞপ্তি নং- UH/Rectt/Teaching/2022-01
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সবার প্রথমে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে HTTPS://UOHYD.AC.IN/ যেতে হবে
এরপর হোম পেজে গিয়ে টিচিং/গেস্ট ফ্যাকাল্টি অপশনে যেতে হবে
বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করে ‘EMPLOYMENT NOTIFICATION FOR BACKLOG RESERVED TEACHING POSITIONS’ এই অপশনে ক্লিক করতে হবে
এবারে একটি নতুন উইন্ডোতে বিশ্ববিদ্যালয়ের নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন
ফর্মটি পূরণ করে অনলাইনে জমা দিতে হবে এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সংরক্ষণ করে রাখতে হবে
এরপর সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ আবেদনপত্রটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ঠিকানায় পাঠাতে হবে
আরও পড়ুন: চিকিৎসক ও চিকিৎসাকর্মী নিয়োগে নতুন দিশা, নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করবে পোর্টাল
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে HTTPS://UOHYD.AC.IN/TEACHING-GUEST-FACULTY/ ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় |
পদের নাম | ফ্যাকাল্টি প্রফেসর |
শূন্যপদের সংখ্যা | ৩৮ |
কাজের স্থান | হায়দরাবাদ |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন ও অফলাইন |
আবেদনের তারিখ | ১০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে; আবেদনের হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ ১৭ নভেম্বর, ২০২২ |
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে একটি সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি থাকতে হবে।