অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই নেওয়া হবে ইন্টারভিউ। মূলত ১৫০০ বেশি চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হবে। তেমনটাই কমিশন হলফ নামায় জানিয়েছিল হাইকোর্টকে। হাইকোর্ট-র সবুজ সংকেত এ দিন পাওয়ার পরই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা।
আরও পড়ুনঃ আরও উন্নত ও গতিশীল ইন্টারনেট পরিষেবা, আজ ৫জি বিপ্লবের সাক্ষী হল দেশ
advertisement
কমিশনের আধিকারিকদের মতে ১৫০০-এর বেশি চাকরি প্রার্থীর ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে বেশি হলেও ৭ দিন সময় লাগবে। সেক্ষেত্রে কালীপুজোর আগেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে কমিশনের।যদিও শুক্রবার হাই কোর্ট মেধাতালিকা প্রকাশের অনুমতি দেয়নি। কমিশন সূত্রে খবর, এই চাকরি প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পর হাইকোর্টকে আবেদন জানাবে মেধা তালিকা প্রকাশের জন্য। পুজোর ছুটির পর কোর্ট খুললেই তা আবেদন করা হবে। সেক্ষেত্রে হাইকোর্ট সবুজ সংকেত দিলেই নভেম্বরের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করে দেবে এসএসসি। ১৪ হাজারের বেশি শূন্যপদ রয়েছে এসএসসি-র।
আরও পড়ুনঃ দেশে চালু ৫জি পরিষেবা, আর্থিকভাবে কতটা লাভবান হবে ভারত ? জেনে নিন
প্রসঙ্গত, এ দিন উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ষষ্ঠীর দিন ও বৈঠক করেছে কমিশনের আধিকারিকরা। কী করে এই নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত শেষ করা যায়, তার প্রস্তুতি নিয়েই বৈঠক হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। তবে আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া যাবতীয় প্রস্তুতি সেরে নিতে চাইছে কমিশন। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে স্কুল শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা হয়েছে কমিশনের। তবে ইন্টারভিউ নিয়ে গোটা মেধা তালিকা প্রস্তুত করে রাখতে চাইছে কমিশন। সেক্ষেত্রে হাইকোর্ট সবুজ সংকেত দিলেই সঙ্গে সঙ্গে মেধা তালিকা বের করে দেবে কমিশন।সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব বলে অনুমান আধিকারিকদের।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়