5G launch in India: দেশে চালু ৫জি পরিষেবা, আর্থিকভাবে কতটা লাভবান হবে ভারত ? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
স্টার্টআপ এবং ব্যবসায়িক উদ্যোগগুলিকে উৎসাহিত করবে ৫জি পরিষেবা ৷ পাশাপাশি 'ডিজিটাল ইন্ডিয়া' কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে এই নতুন প্রযুক্তি।
নয়াদিল্লি: অনেক প্রত্যাশা নিয়ে দেশে চালু হল ৫জি পরিষেবা ৷ শনিবার দিল্লির প্রগতি ময়দানে ৫জি টেলিকমিউনিকেশন পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রাথমিকভাবে কলকাতা-সহ দেশের ১৩টি শহরে এই পরিষেবা চালু হবে। দিল্লি, কলকাতা, আহমেদাবাদ, চেন্নাই, মুম্বই, পুণে সহ মোট ১৩টি শহরে প্রাথমিকভাবে পাওয়া যাবে ৫জি পরিষেবা। এরপর ধাপে ধাপে দেশজুড়ে চালু হবে। এর পরের দফায় দেশের ছোট শহরগুলিতেও চালু হবে ৫জি পরিষেবা।
৫জি পরিষেবা নিয়ে অনেক স্বপ্ন গোটা দেশবাসীর ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের অর্থনীতিতে এর বিরাট প্রভাব পড়তে চলেছে ৷ ২০২৩ থেকে ২০৪০ সালের মধ্যে ভারতে ৩৬.৪ ট্রিলিয়নের লাভ হতে চলেছে ৷ সাম্প্রতিককালে এক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে ৷
WATCH | Jio to roll out 5G services in the country by December 2023: Mukesh Ambani, Chairman, Reliance Industries Ltd. @reliancejio@DoT_India pic.twitter.com/0b5MAzeUYz
— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India) October 1, 2022
advertisement
advertisement
৪জি পরিষেবা ভারতে চালু হওয়ার পরই দেশে ডেটার বিপ্লব এসেছিল ৷ অনলাইন মাধ্যমে দেশবাসীর নির্ভরশীলতাও এখন অনেকাংশে বেড়েছে ৷ দেশে ডেটা সস্তা হওয়াতে সব কিছুর উপরেই তার প্রভাব পড়েছে ৷
Prime Minister Narendra Modi launches the #5GServices in the country, at Indian Mobile Congress (IMC) 2022 in Delhi.
Historic day for 21st century of India. 5G technology will revolutionize the telecom sector: PM Modi pic.twitter.com/dDslwg2u5t — ANI (@ANI) October 1, 2022
advertisement
৫জি প্রযুক্তির কারণে আগামী দিনে আরও দ্রুত গতির ডেটা সরবরাহ করতে পারবে ভারত। পাশাপাশি কোনও বাফারিং ছাড়াই সহজে ভিডিও দেখাও সম্ভব হবে ৷ স্মার্ট অ্যাম্বুল্যান্স থেকে শুরু করে ক্লাউড গেমিং সব কিছুর সুবিধাই ভোগ করতে পারবেন দেশবাসী ৷ অনলাইনে কেনাকাটাও এরপর আরও অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
India driving the world.
PM @NarendraModi ji tests driving a car in Europe remotely from Delhi using India’s 5G technology. pic.twitter.com/5ixscozKtg — Piyush Goyal (@PiyushGoyal) October 1, 2022
স্টার্টআপ এবং ব্যবসায়িক উদ্যোগগুলিকে উৎসাহিত করবে ৫জি পরিষেবা ৷ পাশাপাশি 'ডিজিটাল ইন্ডিয়া' কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে এই নতুন প্রযুক্তি। বাড়ি, শিল্পক্ষেত্র, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষাক্ষেত্রও এর ফলে দারুণভাবে উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
DISCLAIMER: Network18 and TV18 – the companies that operate News18.com – are controlled by Independent Media Trust, of which Reliance Industries is the sole beneficiary.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2022 12:48 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
5G launch in India: দেশে চালু ৫জি পরিষেবা, আর্থিকভাবে কতটা লাভবান হবে ভারত ? জেনে নিন