ইংরেজি ও হিন্দি পাশাপাশি আরও ১৫টি ভাষায় স্টাফ সিলেকশন কমিশন মাল্টি টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ (এসএসসি এমটিএস) এবং কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এগজামিনেশন (এসএসসি সিএইচএসএল) পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে। কেন্দ্রীয় পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বিভাগের পক্ষ থেকেও এই সিদ্ধান্তকে অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজ্য সরকারি চাকরির মহাসুযোগ! প্রায় দেড় লক্ষ টাকা বেতন, এ সুযোগ ছাড়বেন না
advertisement
ইংরেজি ও হিন্দি তো থাকবেই। তাছাড়া আরও যে ১৩টি আঞ্চলিক ভাষা থাকছে সে গুলি হল— অসমিয়া, বাংলা, গুজরাতি, মরাঠি, মলায়লম, কন্নড়, তামিল, তেলেগু, ওড়িয়া, উর্দু, পঞ্জাবি, মনিপুরী, কোঙ্কনি প্রভৃতি।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পুলিশে চাকরির সুবর্ণ সুযোগ! হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে, এ সুযোগ হাতছাড়া করবেন না
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের পক্ষে আঞ্চলিক ভাষায় সিএপিএফ কনস্টেবল জিডি পরীক্ষা নেওয়া ক্ষেত্রে আগেই অনুমোদন দেওয়া হয়েছিল। আর এখন কেন্দ্রীয় পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বিভাগের তরফ থেকে স্টাফ সিলেকশন পরীক্ষাতেও এই বিষয়টি স্বীকৃত হল। বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।