WBPDCl Recruitment 2023: রাজ্য সরকারি চাকরির মহাসুযোগ! প্রায় দেড় লক্ষ টাকা বেতন, এ সুযোগ ছাড়বেন না
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পাওয়ার ডেভেলপমেন্ট সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।
কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পাওয়ার ডেভেলপমেন্ট সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।
পদের নাম:- বিজ্ঞপ্তি অনুসারে, জেনারেল ম্যানেজার, চুক্তির ভিত্তিতে ওয়েলফেয়ার অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পুলিশে চাকরির সুবর্ণ সুযোগ! হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে, এ সুযোগ হাতছাড়া করবেন না
advertisement
শূন্যপদের সংখ্যা:- বিজ্ঞপ্তি অনুসারে, ৬টি শূন্যপদে নিয়োগ করা হবে।
advertisement
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২ মে ২০২৩ পর্যন্ত।
আবেদনের পদ্ধতি:- বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনকারীকে প্রথমে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে।
advertisement
বেতন:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ম্যানেজার পদের জন্য বেতন মাসিক ১,৪৭,৩০০ টাকা থেকে ২,০৪,৫০০ টাকা দেওয়া হবে। অন্যদিকে ওয়েলফেয়ার অফিসার পদের জন্য মাসিক ৬৩০০০ টাকা করে বেতন দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে পদের জন্য মাসিক ৬৩০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
বয়স:- বিজ্ঞপ্তি অনুসারে, জেনারেল ম্যানেজার পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে বয়স ৫৮ বছরের মধ্যে হতে হবে। ওয়েলফেয়ার অফিসার পদের জন্য আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদের জন্য আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে থাকতে হবে।
advertisement
যোগ্যতা:- বিজ্ঞপ্তি অনুসারে, জেনারেল ম্যানেজার পদের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলর ইন টেকনোলজি কোর্স করতে হবে। ওয়েলফেয়ার অফিসার পদের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্টে স্নাতক হতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি থাকা দরকার।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 7:33 PM IST