এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে কমিশন জানায়, "বেনিয়মের অভিযোগে ২০২০ সালের ১১ ডিসেম্বর উচ্চ প্রাথমিকের প্যানেল বাতিল করে নতুন প্যানেল তৈরির নির্দেশ দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। পরবর্তীকালে মামলা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সেখানে নিয়োগ প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ না থাকলেও যাদের অভিযোগ রয়েছে তাদের অভিযোগ শোনার জন্য কমিশনকে নির্দেশ দেয় আদালত।
advertisement
এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলা হয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। নতুন প্যানেল তৈরির জন্য গাইডলাইন বেঁধে দেয় ডিভিশন বেঞ্চ। এবং জানায় যে আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ শুরু করা যাবে না। আজ কমিশন জানায় যে প্যানেল তৈরি, আদালতের অনুমোদন প্রয়োজন। আগামী সপ্তাহে সোমবার বা মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 4:02 PM IST